PM Narendra Modi to visit Portugal, hold talks with PM Antonio Costa
Prime Minister Narendra Modi to visit Washington D.C., hold talks with President Donald J. Trump
PM Modi to meet top American CEOs and interact with Indian community during his US visit
PM Modi to visit Netherlands on 27 June, meet Dutch Prime Minister Mark Rutte,
PM Modi to meet King Willem-Alexander and meet Queen Maxima of the Netherlands

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি পর্তুগাল, আমেরিকাও নেদারল্যান্ড সফরের আগে বলেছেন যে, দ্বিপাক্ষিক বিভিন্ন ক্ষেত্রকে লক্ষ্য করেইতাঁর এই সফর|   

প্রধানমন্ত্রী বলেন, “পর্তুগালে হবে আমার ওয়ার্কিংভিজিট| গত জানুয়ারি মাসে পর্তুগালের মহামান্য প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কোস্টা’রভারত সফরের মধ্য দিয়ে আমাদের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশেষ উচ্চতা লাভকরেছে|

আমি প্রধানমন্ত্রী কোস্টা’র সঙ্গে বৈঠক নিয়ে আশাবাদী|আমাদের সাম্প্রতিক আলোচনার সাপেক্ষে আমরা আমাদের বিভিন্ন যৌথ উদ্যোগ ও আলোচনারঅগ্রগতি নিয়ে কথা বলব| আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে অর্থনৈতিকসহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ বিষয়ক সহযোগিতা এবং দুই দেশের মানুষের মধ্যেকারসম্পর্ককে আরও বৃদ্ধি করার পথ নিয়ে আমরা আলোচনা করব| আমরা সন্ত্রাস-বিরোধীসহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েসহযোগিতা আরও বৃদ্ধি করার জন্য সযত্ন প্রয়াস করব| আমি দ্বিপাক্ষিক বাণিজ্য ওবিনিয়োগ সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সম্ভাবনা দেখতে পাচ্ছি|  

আমি এই সফরে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময়েরবিষয়েও আগ্রহী|”  

প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডি.সি.-তে সফর করবেন ২৪ থেকে২৬ জুন|  

এনিয়ে প্রধানমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতি ডোনাল্ড জে.ট্রাম্প-এর আমন্ত্রণে আমি ওয়াশিংটন ডি.সি. সফর করব ২৪ থেকে ২৬ জুন পর্যন্ত| এর আগেআমি ও রাষ্ট্রপতি ট্রাম্প এ নিয়ে টেলিফোনে আলোচনা করেছি| আমাদের আলোচনা আমাদেরনাগরিকদের পারস্পরিক সুবিধার জন্য সার্বিক সংযোগ এগিয়ে নিয়ে যাওয়ার সাধারণউদ্দেশ্যকে ছুঁয়ে গেছে| ভারত ও আমেরিকার মধ্যেকার দৃঢ় ও বিস্তৃত অংশীদারিত্বকে আরওসুদৃঢ় করার সুযোগের আমি প্রত্যাশা করছি|

আমেরিকার সঙ্গে ভারতের অংশীদারিত্ব বহুস্তর-বিশিষ্ট ওবৈচিত্র্যপূর্ণ এবং তা শুধুমাত্র সরকারের সহযোগিতাতেই নয়, বরং এর সঙ্গে দুইপক্ষেরই সংশ্লিষ্টরা জড়িত| রাষ্ট্রপতি ট্রাম্পের নেতৃত্বে আমেরিকায় নতুন প্রশাসনেরসঙ্গে আমাদের অংশীদারিত্ব এক নতুন দূরদৃষ্টি সম্পন্ন ক্ষেত্র রচনা করবে বলে আমিআশাবাদী|  

রাষ্ট্রপতি ট্রাম্প ও তাঁর ক্যাবিনেট সহকর্মীদেরসঙ্গে সরকারি পর্যায়ের বৈঠক ছাড়াও আমি কিছু স্বনামখ্যাত সি.ই.ও.-দের সঙ্গেও আলোচনাকরব| এর পাশাপাশি আগের মত আমি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মত বিনিময়ের বিষয়েআশাবাদী|”

প্রধানমন্ত্রী ২৭ জুন নেদারল্যান্ড সফরে যাবেন|  

প্রধানমন্ত্রী বলেছেন, “আমি ২৭ জুন নেদারল্যান্ড সফরেযাব| এ বছর আমরা ইন্দো-ডাচ কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উদযাপন করছি| এই সফরেডাচ প্রধানমন্ত্রী মহামান্য শ্রী মার্ক রুত্তে’র সঙ্গে আমার সরকারি বৈঠক রয়েছে|তাছাড়া আমি নেদারল্যান্ড-এর রাজা উইলেম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমা’র সঙ্গেওসাক্ষাত করব|  

প্রধানমন্ত্রী রুত্তে’র সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কেরপর্যালোচনায় আমি আশাবাদী| তাছাড়া আমি জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদ-বিরোধীপদক্ষেপ সহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধানমন্ত্রী রুত্তের সঙ্গেমত বিনিময় করব|  

আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল কেন্দ্রে রয়েছেঅর্থনৈতিক সম্পর্ক| ইউরোপীয় গোষ্ঠীর মধ্যে নেদারল্যান্ড আমাদের ষষ্ঠ বৃহত্তমবাণিজ্য সহযোগী এবং বিশ্বব্যাপী পঞ্চম বৃহত্তম বিনিয়োগ সহযোগী| জল ও বর্জ্যব্যবস্থাপনা, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং বন্দর ওজাহাজ চলাচল সহ বিভিন্ন ক্ষেত্রে ডাচদের বিশেষ জ্ঞান আমাদের উন্নয়নের প্রয়োজনীয়তারসঙ্গে মানানসই| ভারত-নেদারল্যান্ড অর্থনৈতিক সংযুক্তি দু’পক্ষের ক্ষেত্রেই লাভজনকবিষয়| আর এই সহযোগ আরও বৃদ্ধি করার জন্য দুই পক্ষের কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত,তা নিয়ে প্রধানমন্ত্রী রুত্তের সঙ্গে আমি আলোচনা করব| নেদারল্যান্ড-এর প্রধানপ্রধান কোম্পানিগুলোর সি.ই.ও.-দের সঙ্গেও আমি আলোচনা করব এবং ভারতের উন্নয়নেরআখ্যানে তাঁদেরকে যুক্ত হওয়ার জন্য উত্সাহিত করব|  

ইউরোপের মধ্যে দ্বিতীয় সর্বাধিক প্রবাসী ভারতীয়ের দেশনেদারল্যান্ডবাসীর সঙ্গে ভারতের জনগণের   সুদীর্ঘকালের সম্পর্ক রয়েছে| আমি নেদারল্যান্ড-এবসবাসরত ভারতীয়দের সঙ্গেও দেশের উন্নয়নে যুক্ত হওয়া নিয়ে আশাবাদী|”

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
‘Make in India’ is working, says DP World Chairman

Media Coverage

‘Make in India’ is working, says DP World Chairman
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi condoles loss of lives due to stampede at New Delhi Railway Station
February 16, 2025

The Prime Minister, Shri Narendra Modi has condoled the loss of lives due to stampede at New Delhi Railway Station. Shri Modi also wished a speedy recovery for the injured.

In a X post, the Prime Minister said;

“Distressed by the stampede at New Delhi Railway Station. My thoughts are with all those who have lost their loved ones. I pray that the injured have a speedy recovery. The authorities are assisting all those who have been affected by this stampede.”