25 PRAGATI meetings sees cumulative review of 227 projects with a total investment of over Rs. 10 lakh crore
Coordination between the Centre and the States has increased as a result of the PRAGATI mechanism: PM Modi
Besides stalled projects, PRAGATI has helped in the review and improvement of several social sector schemes: PM
PRAGATI meet: PM Modi reviews progress of 10 infrastructure projects in railway, road, petroleum, power, coal, urban development, and health and family welfare sectors

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বুধবার নতুন দিল্লিতে তথ্য ও কম্পিউটার প্রযুক্তি ভিত্তিক ‘প্রগতি’ মঞ্চে সক্রিয় প্রশাসন ও সময়ানুগ কর্মসূচি রূপায়ন বিষয়ক ২৫-তম মত বিনিময় সভায় পৌরহিত্য করেন।

এই বৈঠকে ২২৭টি প্রকল্পের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রকল্পগুলিতে বিনিয়োগের পরিমান ১০ লক্ষ কোটি টাকারও বেশি। বিভিন্ন ক্ষেত্রে গণ-অভিযোগ ব্যবস্হার সমাধানের বিষয়টিও বৈঠকে পর্যালোচনা করা হয়।

‘প্রগতি’ মঞ্চে ২৫-তম বৈঠক পূর্ণ হওয়ায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘প্রগতি’ মঞ্চে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনার দরুন কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যবস্হার ক্ষেত্রে ‘প্রগতি’ মঞ্চ এক ইতিবাচক ও জোরালো মাধ্যম। তিনি আরও বলেন, বড় মাপের প্রকল্পগুলির পাশাপাশি একাধিক সামাজিক ক্ষেত্রের প্রকল্পের পর্যালোচনায় ও উন্নতিতেও এই মঞ্চ সাহায্য করেছে।

বুধবার ‘প্রগতি’ বৈঠকে প্রধানমন্ত্রী প্রাক্তন সেনাকর্মীদের কল্যাণের সঙ্গে জড়িত অভিযোগগুলির সুষ্টু সমাধান ও এক্ষেত্রে অগ্রগতির নানা দিক খতিয়ে দেখেন। দ্রুত অভিযোগ নিষ্পত্তির প্রয়োজনীতার গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এরফলে প্রাক্তন সেনাকর্মীদের সমস্যাগুলি স্বল্প সময়ের মধ্যেই সমাধান করা যেতে পারে।

প্রধানমন্ত্রী বৈঠকে রেল, সড়ক, পেট্রোলিয়াম, বিদ্যুৎ, কয়লা, নগরোন্নয়ন এবং স্বাস্হ্য ও পরিবার কল্যাণ ক্ষেত্রের সঙ্গে যুক্ত ১০টি পরিকাঠামো প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন। এই প্রকল্পগুলি পশ্চিমবঙ্গ সহ হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, আসাম, সিকিম, বিহার, তামিলনাড়ু ও ঝাড়খন্ডে রূপায়িত হচ্ছে।

প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা রূপায়নের অগ্রগতিও শ্রী মোদী খতিয়ে দেখেন। তপশিলী উপজাতির ছাত্রছাত্রীদের জন্য উচ্চতর শিক্ষাক্ষেত্রে যে জাতীয় ফেলোশিপ ও বৃত্তিপ্রদান কর্মসূচি চালু রয়েছে, তার অগ্রগতিও প্রধানমন্ত্রী বৈঠকে পর্যালোচনা করেন।

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Bumper Apple crop! India’s iPhone exports pass Rs 1 lk cr

Media Coverage

Bumper Apple crop! India’s iPhone exports pass Rs 1 lk cr
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister participates in Lohri celebrations in Naraina, Delhi
January 13, 2025
Lohri symbolises renewal and hope: PM

The Prime Minister, Shri Narendra Modi attended Lohri celebrations at Naraina in Delhi, today. Prime Minister Shri Modi remarked that Lohri has a special significance for several people, particularly those from Northern India. "It symbolises renewal and hope. It is also linked with agriculture and our hardworking farmers", Shri Modi stated.

The Prime Minister posted on X:

"Lohri has a special significance for several people, particularly those from Northern India. It symbolises renewal and hope. It is also linked with agriculture and our hardworking farmers.

This evening, I had the opportunity to mark Lohri at a programme in Naraina in Delhi. People from different walks of life, particularly youngsters and women, took part in the celebrations.

Wishing everyone a happy Lohri!"

"Some more glimpses from the Lohri programme in Delhi."