প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদী মঙ্গলবার রাজস্থানের উদয়পুর সফরে যাবেন| সে খানে তিনি কয়েকটি প্রধান জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসও করবেন| এই প্রকল্পগুলোর সর্বমোট ব্যয়১৫,০০০ কোটি টাকারও বেশি|
যে প্রকল্পগুলোর তিনিউদ্বোধন করবেন, সেগুলো হচ্ছে: কোটায় চম্বল নদীর ওপর ছয়-লেনের কেবল স্টেইড ব্রিজ, জাতীয়মহাসড়ক-৮ এর গোমতী চৌরাহা—উদয়পুর অংশের চার লেন করার প্রকল্প এবং জাতীয় মহাসড়ক-৭৫৮এর রাজসমন্দ—ভিলওয়াড়া অংশের চার লেন করার প্রকল্প| তাছাড়া জয়পুর রিং-রোড সহবেশকিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপ ন করবেন প্রধানমন্ত্রী |
শ্রীমোদী এক জনসভায় ভাষণও দেবেন|
এরপর প্রধানমন্ত্রীউদয়পুরের প্রতাপ গৌরব কেন্দ্র পরিদর্শন করবেন| এই কেন্দ্রে বিভিন্ন প্রদর্শনীরমাধ্যমে প্রাচীন মেবার রাজত্বের মহান রাজা মহারাণা প্রতাপের জীবন, শৌর্য, বীরত্ব ওকৃতিত্বের নানা গাথা তুলে ধরা হয়েছে|
Tomorrow I will be visiting Rajasthan, the land of the brave, where I will inaugurate & lay the foundation of key National Highway projects.
— Narendra Modi (@narendramodi) August 28, 2017
I will address a public meeting in Udaipur. I will also visit the Pratap Gaurav Kendra and pay my respects to the great Maharana Pratap.
— Narendra Modi (@narendramodi) August 28, 2017