প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (১৯শে জানুয়ারি) দাদরা ও নগর হাভেলির রাজধানী সিলভাসা সফর করবেন।
পরিদর্শনকালে তিনি সাইলি-তে মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া, দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলিতে একাধিক বিকাশমূলক প্রকল্পের ফলক উন্মোচনের মাধ্যমে শিলান্যাস করবেন।
প্রধানমন্ত্রী ‘এম-আরোগ্য’ অ্যাপ এবং দাদরা ও নগর হাভেলিতে ডিজিটাল মাধ্যমে বাড়ি বাড়ি ঘুরে আবর্জনা সংগ্রহ, পৃথকীকরণ ও কঠিন বর্জ্যের প্রক্রিয়াকরণ চালু করবেন।
কেন্দ্রশাসিত অঞ্চলটির তথ্যপ্রযুক্তি নীতির প্রকাশও তিনি করবেন।
‘প্রধানমন্ত্রী জন-আরোগ্য যোজনা’র শংসাপত্র এবং বন অধিকার শংসাপত্র কয়েকজন সুবিধাভোগীর হাতে তিনি তুলে দেবেন।
সিলভাসার সাইলিতে মেডিকেল কলেজের প্রতিষ্ঠার ফলে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার উন্নতি হবে। এর ফলে, ছাত্রছাত্রীরা বিশেষ করে, দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের উপজাতি ও গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরা উপকৃত হবেন। এর ফলে, চিকিৎসকদের সংখ্যা বাড়বে এবং ছাত্রছাত্রীদের ডাক্তারি শিক্ষার সুযোগ বৃদ্ধি হবে। মেডিকেল কলেজ এবং মেডিকেল ও প্যারা-মেডিকেল কলেজের ছাত্রাবাস ও আবাসিক ভবনগুলি নির্মাণের জন্য ২১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
I am happy to be visiting the Union Territory of Dadra and Nagar Haveli tomorrow. The foundation stone for a medical college in Sayli will be laid. This institution is going to open many opportunities in the healthcare sector. Youngsters from nearby areas will benefit greatly.
— Narendra Modi (@narendramodi) January 18, 2019
Several development projects for Daman and Diu, and Dadra and Nagar Haveli will be launched tomorrow. PM Jan Arogya Yojana certificates and Forest Rights certificates will be distributed to beneficiaries as well. Glad that the Centre's schemes are touching the lives of the poor.
— Narendra Modi (@narendramodi) January 18, 2019
An IT policy for Dadra and Nagar Haveli will be released tomorrow. I congratulate the local administration for emphasising on the power of technology.
— Narendra Modi (@narendramodi) January 18, 2019
Through technology, effective service delivery is possible and transparency is furthered.
The m-Arogya App will be launched tomorrow along with door to door waste collection, segregation and processing of solid waste facilities in Dadra and Nagar Haveli.
— Narendra Modi (@narendramodi) January 18, 2019
I would also be addressing a public meeting at Silvassa.