ভারতীয় সংবিধান গ্রহণের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৬ নভেম্বর বিকেল ৫টায় সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন কমপ্লেক্সের প্রেক্ষাগৃহে সংবিধান দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তিনি ভারতীয় বিচার বিভাগের বার্ষিক প্রতিবেদন (২০২৩-২৪) প্রকাশ করবেন। সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
সুপ্রিম কোর্ট এই অনুষ্ঠানের আয়োজন করেছে। ভারতের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।