প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী শ্রী কে পি ওলির সঙ্গে যৌথভাবে আগামীকাল যোগবাণী-বিরাটনগরে দ্বিতীয় সুসংহত চেক পোস্টের উদ্বোধন করবেন। ভারত-নেপাল সীমান্ত দিয়ে সাধারণ মানুষের যাতায়াত এবং বাণিজ্যিক সুবিধার্থে যোগবাণী-বিরাটনগরে এই দ্বিতীয় সুসংহত চেক পোস্ট ভারতের অর্থ সাহায্যে গড়ে তোলা হচ্ছে।
ভারত ও নেপালের প্রধানমন্ত্রীরা দ্বিপাক্ষিক সহযোগিতায় ভূমিকম্প পরবর্তী পর্যায়ে গৃহ নির্মাণ প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি খতিয়ে দেখবেন। ভারত গোরখা ও নুয়াকোট জেলায় ৫০ হাজার গৃহ নির্মাণের যে প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে ৪৫ হাজার গৃহ ইতিমধ্যেই নির্মিত হয়েছে।
Tomorrow PM @narendramodi and @PM_Nepal Shri K.P. Oli will jointly inaugurate the second Integrated Check Post (ICP) at Jogbani-Biratnagar built with Indian assistance to facilitate trade and people’s movement.
— PMO India (@PMOIndia) January 20, 2020
The first ICP was built in Raxaul-Birgunj in 2018.
Both Prime Ministers will also witness the remarkable progress in GoI assisted post-earthquake housing reconstruction projects in Nepal.
— PMO India (@PMOIndia) January 20, 2020
Out of GoI’s commitment to build 50,000 houses in Gorkha and Nuwakot districts, 45,000 have already been completed.