QuoteOver 1300 student teams to participate at the Grand Finale of SIH 2024 at 51 nodal centres across the country
Quote150% increase recorded this year in internal hackathons at institute level, making this the largest edition so far

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ ডিসেম্বর বিকেল ৪টে ৩০ মিনিট নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৪-এর গ্র্যান্ড ফিনালেতে তরুণ উদ্ভাবকদের সঙ্গে মিলিত হবেন। গ্র্যান্ড ফিনালেতে ১ হাজার ৩০০-রও বেশি ছাত্রছাত্রী অংশ নেবেন। এই উপলক্ষে আয়োজিত এক সমাবেশেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।


১১ ডিসেম্বর দেশের ৫১টি নোডাল সেন্টারে সপ্তম স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন (এসআইএইচ)-এর সূচনা হবে। এর সফট্‌ওয়্যার সংস্করণ টানা ৩৬ ঘন্টা চলবে। অন্যদিকে, হার্ডওয়্যার সংস্করণ চলবে ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। 
স্বাস্থ্য পরিচর্যা, সরবরাহ-শৃঙ্খল ও লজিস্টিক, স্মার্ট প্রযুক্তি, ঐতিহ্য ও সংস্কৃতি, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, জল, কৃষি ও খাদ্য এবং বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা সহ ১৭টি ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তাঁদের উদ্ভাবনী ভাবনা পেশ করবেন। 

এ বছরের কিছু উল্লেখযোগ্য বিষয় হ’ল – কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে গঙ্গার জলের গুণগত মানের উপর নজরদারি, উপগ্রহ ডেটা প্রভৃতি। এ বছর ৫৪টি মন্ত্রক, দপ্তর, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং শিল্পমহলের পক্ষ থেকে ২৫০টিরও বেশি সমস্যা তুলে ধরা হয়েছে। এ বছর প্রাতিষ্ঠানিক স্তরে ৮৬ হাজারেরও বেশি ছাত্রছাত্রীর দল অংশ নিচ্ছে এবং জাতীয় স্তরে প্রায় ৪৯ হাজার ছাত্রছাত্রীর দল পাঠানো হয়েছে। 

 

Explore More
প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

জনপ্রিয় ভাষণ

প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
DRDO, Navy conduct successful trial of Multi-Influence Ground Mine

Media Coverage

DRDO, Navy conduct successful trial of Multi-Influence Ground Mine
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Share your ideas and suggestions for 'Mann Ki Baat' now!
May 06, 2025

Prime Minister Narendra Modi will share 'Mann Ki Baat' on Sunday, May 25th. If you have innovative ideas and suggestions, here is an opportunity to directly share it with the PM. Some of the suggestions would be referred by the Prime Minister during his address.

Share your inputs in the comments section below.