নতুন দিল্লী, ৭ ডিসেম্বর, ২০২৩।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ৯ই ডিসেম্বর বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের কয়েক হাজার সুবিধাভোগীদের সঙ্গে আলোচনা করবেন। আগামীকাল বেলা সাড়ে ১২টায় শুরু হবে এই মতবিনিময় সভা। ওই ভার্চুয়াল অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীগন, সাংসদ, বিধায়কগন ও স্থানীয় স্তরের জনপ্রতিনিধিরাও যোগ দেবেন। সারা দেশে দুই হাজারেরও বেশি বিকশিত ভারত সংকল্প যাত্রার আই ই সি ভ্যান, কয়েক হাজার কৃষি বিজ্ঞান কেন্দ্র ও কমন সার্ভিস সেন্টার এর প্রতিনিধিরা এই কর্মসূচীতে অংশ নেবে। কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত সুবিধাভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করা ও সরকারের ফ্ল্যাগশিপ স্কিমগুলির সুযোগ - সুবিধা ১০০ শতাংশ সুবিধাভোগীদের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে সারা দেশে বিকশিত ভারত সংকল্প যাত্রার আয়োজন করা হচ্ছে।
ত্রিপুরাতেও সম্প্রচারিত হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই মতবিনিময় সভা। পশ্চিম ত্রিপুরা জেলার পুরাতন আগরতলা ব্লকের পশ্চিম নোওয়াগাঁও ও ডুকলি ব্লকের সূর্যমনিনগর গ্রাম পঞ্চায়েত এবং দক্ষিন ত্রিপুরা জেলার বকাফা ব্লকের গারদাং ও কাঞ্চননগর গ্রামের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধান মন্ত্রীর ভার্চুয়াল এই মত বিনিময় অনুষ্ঠানের সাথে সঙ্গতি রেখে, সেদিন কেন্দ্রীয় ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক গোমতী জেলার শালগরা তে অনুষ্ঠেয় বিকশিত ভারত সংকল্প যাত্রায় অংশ গ্রহণ করবেন বলে কথা রয়েছে।