প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১০ই মার্চ ২০১৯-এ গাজিয়াবাদ কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন।
এই উপলক্ষ্যে গাজিয়াবাদের ইন্দিরাপুরমে ৫ নম্বর ব্যাটেলিয়ানের ক্যাম্পে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাহিনীর কুচকাওয়াজ প্রত্যক্ষ করবেন। তিনি ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ এবং ফায়ার সার্ভিস পদক প্রদান করবেন।
প্রধানমন্ত্রী শহীদ স্মৃতিতে পুস্পস্তবক অর্পণ করবেন। এরপর সিআইএসএফ জওয়ানদের উদ্দেশে তাঁর ভাষণ দেওয়ার কথা আছে।