নতুন দিল্লির ভারত মন্ডপমে অসামরিক বিমান পরিবহন নিয়ে দ্বিতীয় এশীয় প্রশান্ত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১২ সেপ্টেম্বর এই অনুষ্ঠানে ভাষণ দেবেন।
দিল্লি ঘোষণাপত্র সমস্ত সদস্য রাজ্য দ্বারা গৃহীত হয়েছে বলে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জানাবেন। অসামরিক বিমান পরিবহন ক্ষেত্রকে এক নতুন স্তরে উন্নীত করতে এই ঘোষণাপত্র এক স্বপ্নদর্শী নকশা স্বরূপ। এর মাধ্যমে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অসামরিক পরিবহন ক্ষেত্রে সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতার ভাবমূর্তিকে যেমন এক দিকে তুলে ধরা হচ্ছে, তার পাশাপাশি এই ক্ষেত্রে সুরক্ষা, নিরাপত্তা এবং সুস্থায়ীত্ব গড়ে তোলার ক্ষেত্রেও তা এক উল্লেখযোগ্য পদক্ষেপ।
আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহন সংস্থা (আইসিএও) –র সঙ্গে যৌথ সহযোগিতার ভিত্তিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এই সম্মেলনের আয়োজন করেছে। এতে এশীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকা থেকে অসামরিক পরিবহন সংস্থা, মন্ত্রী, নিয়ামক সংস্থা এবং শিল্প বিশেষজ্ঞরা যোগ দিচ্ছেন। পরিকাঠামো উন্নয়ন, সুস্থায়ীত্ব, কর্মী সম্প্রদায়ের উন্নয়নের পাশাপাশি সরকারী বেসরকারী সংস্থার মধ্যে বৃহত্তর সহযোগিতামূলক সম্পর্কের প্রসার ঘটাতে এই সম্মেলন বিশেষ কার্যকরী রূপ নেবে।