প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগামী ৫ই জুন সকাল ১১টায় বিজ্ঞান ভবনে ‘মাটি বাঁচাও আন্দোলন’-এর অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
‘মাটি বাঁচাও আন্দোলন’ হল একটি বিশ্বব্যাপী আন্দোলন, যা মাটির স্বাস্থ্যের অবনতি সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং এর উন্নতির জন্য সচেতন দায়িত্ববোধ তৈরি করে থাকে। সদগুরু চলতি বছরের মার্চ মাসে এই আন্দোলনের সূচনা করেছিলেন, যিনি ২৭টি দেশে ১০০ দিনের মোটরসাইকেল যাত্রা শুরু করেন। ৫ই জুন ওই ১০০ দিন যাত্রার মধ্যে ৭৫তম দিন। এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মাধ্যমে দেশের মাটির স্বাস্থ্যের উন্নতিসাধনের প্রতিশ্রুতি এবং চিন্তাধারা প্রতিফলিত হবে।