প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ১১ই আগস্ট বিকেল চারটে তিরিশ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ড্রাস্ট্রির (সিআইআই) বার্ষিক বৈঠকে ভাষণ দেবেন। এবারের বৈঠকের মূল বিষয়౼ ‘ইন্ডিয়া@৭৫ : গভর্নমেন্ট অ্যান্ড বিসনেজ ওয়ার্কিং টুগেদার ফর আত্মনির্ভর ভারত’।
সিআইআই –এর ২০২১ বার্ষিক বৈঠক
সিআইআই –এর ২০২১ বার্ষিক বৈঠক ১১ এবং ১২ই আগস্ট ২ দিন ধরে অনুষ্ঠিত হবে। বিশেষ আন্তর্জাতিক অতিথি বক্তা হিসেবে সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী ও আর্থিকনীতির সমন্বয় মন্ত্রী মিঃ হেং সুই কেট বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের মন্ত্রী, পদস্থ আধিকারিক শিক্ষাবিদ ও ভারতীয় শিল্পজগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।