চাঁদের বুকে চন্দ্রযান-৩-র সফল অবতরণে অনেক বিশ্বনেতা ভারতকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অভিনন্দনবার্তার উত্তরে এক্স-এ তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। 


ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন-
@PMBhutan লোটে শেরিং চন্দ্রযান-৩ নিয়ে আপনার অভিনন্দনবার্তার জন্য ধন্যবাদ। ভারতের মহাকাশ কার্যক্রম বিশ্বের আরও অধিক উন্নতি সাধনে সম্ভাব্য সব রকম সাহায্য করবে। 

 

 

মালদ্বীপের রাষ্ট্রপতির অভিনন্দনবার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতি@ibusolih আপনার অভিনন্দনবার্তার জন্য কৃতজ্ঞতা জানাই। 

 

 

নেপালের প্রধানমন্ত্রীর বার্তার উত্তরে শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, 
@cmprachanda আপনার অভিনন্দনবার্তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। 

 

 

নরওয়ের প্রধানমন্ত্রীকে শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, 
অবশ্যই, প্রধানমন্ত্রী@jonasgahrstore । ধরিত্রীর জন্য আজ এক ঐতিহাসিক দিন। 

 

 

মান্যবর শ্রী শেখ মহম্মদ বিন রসিদ আল মকতুম-কে শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, ধন্যবাদ@HHShkMohd। ভারতের সাফল্য ১৪০ কোটি ভারতবাসীর সংকল্প, দক্ষতা এবং শক্তিতে উজ্জীবিত। 

 

 

জামাইকার প্রধানমন্ত্রীর বার্তার উত্তরে শ্রী নরেন্দ্র মোদী বলেছেন,
প্রধানমন্ত্রী@AndrewHolnessJM আপনার অভিনন্দনবার্তার জন্য ধন্যবাদ। 

 

 

মাদাগাস্কারের রাষ্ট্রপতির বার্তার উত্তরে শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, 
রাষ্ট্রপতি@SE_Rajoelina আপনার অসাধারণ শব্দবন্ধের জন্য কৃতজ্ঞতা জানাই। 
মহাকাশে ভারতের পদচারণ আগামীদিনে প্রকৃতই মানবতার কল্যাণ সাধনে কাজ করবে। 

 

 

স্পেনের প্রধানমন্ত্রীর বার্তার উত্তরে শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, 
অবশ্যই, বিজ্ঞানের শক্তিতে ভর করে ভারত সকলের উন্নত ভবিষ্যতের লক্ষ্যে কাজ করছে। @sanchezcastejon আপনার অভিনন্দনবার্তার জন্য ধন্যবাদ জানাই। 

 

 

ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্টের বার্তার উত্তরে শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, @vonderleyen আপনার মনোগ্রাহী বার্তার জন্য ধন্যবাদ। ভারত সর্বদাই অনুসন্ধান ও জানার চেষ্টা চালিয়ে যাবে এবং মানবতার উন্নতি সাধনে তা ভাগ করে নেবে। 

 

 

মান্যবর শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর বার্তার উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, 

 

মান্যবর শেখ@MohamedBinZayed –কে তাঁর অভিনন্দনবার্তার জন্য ধন্যবাদ। এই মাইলফলক কেবলমাত্র ভারতের গরিমারই পরিচয় নয়, বরং মানব প্রয়াস এবং সহিষ্ণুতার আলোকবর্তিকার সাক্ষ্যবহন করবে। বিজ্ঞান এবং মহাকাশক্ষেত্রে আমাদের এই প্রয়াস আগামীদিনে সকলের উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলুক। 

আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর বার্তার উত্তরে শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, আপনার অভিনন্দনবার্তার জন্য প্রধানমন্ত্রী@NikolPashinyan আপনাকে ধন্যবাদ। 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
'Operation Brahma': First Responder India Ships Medicines, Food To Earthquake-Hit Myanmar

Media Coverage

'Operation Brahma': First Responder India Ships Medicines, Food To Earthquake-Hit Myanmar
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 29 মার্চ 2025
March 29, 2025

Citizens Appreciate Promises Kept: PM Modi’s Blueprint for Progress