প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দরিদ্রদের মধ্যে দরিদ্রতম মানুষের জীবনে পিএম স্বনিধি প্রকল্পের প্রভাবের কথা তুলে ধরেন।
আন্তর্জাতিক নারী দিবসে আজ প্রধানমন্ত্রী বলেছেন, সুবিধাপ্রাপকদের মধ্যে অনেকেই মহিলা।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:
“পিএম স্বনিধি যোজনা দরিদ্রদের মধ্যে দরিদ্রতম মানুষের জীবনে এক নতুন সুখ এনে দিয়েছে। এর সুবিধাপ্রাপকদের মধ্যে বড় সংখ্যায় রয়েছেন আমাদের মা- বোনেরা।"
पीएम स्वनिधि योजना ने गरीब से गरीब कामगारों के जीवन में भी नई खुशियां भरी हैं। इनमें बड़ी संख्या में हमारी माताएं-बहनें भी शामिल हैं। pic.twitter.com/1CypgiCTmO
— Narendra Modi (@narendramodi) March 8, 2024