৭৮ তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানানোয় বিশ্ব নেতৃবর্গকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
ভূটানের প্রধানমন্ত্রীর ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী লিখেছেন, 
“প্রধানমন্ত্রী শেরিং তোরগে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানানোয় আপনাকে ধন্যবাদ”।
নেপালের প্রধানমন্ত্রীর ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী লিখেছেন,

“প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি স্বাধীনতা দিবসের শুভেচ্ছার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই। ভারত ও নেপালের মধ্যে সম্পর্কের বন্ধন শক্তিশালী করার ব্যাপারে আমি আপনার সঙ্গে পূর্ণ সহমত”।
মলদ্বীপের রাষ্ট্রপতির ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন,
 

“রাষ্ট্রপতি মোহামেদ মুইজ্জু স্বাধীনতা দিবসে শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। ভারত মলদ্বীপকে তার গুরুত্বপূর্ণ বন্ধু মনে করে এবং আমাদের দু-দেশের জনসাধারণের কল্যাণে কাজ করে যাবে”। 
ফ্রান্সের রাষ্ট্রপতির ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন,
 

“স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানানোয় আমার পরম বন্ধু রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাঁক্রো ধন্যবাদ জানাই। কেবল তাঁর ভারত সফরই নয়, বিভিন্ন বিষয়ে আমাদের দ্বিপাক্ষিক আলোচনার সুখস্মৃতি স্মরণ করছি, যা ভারত-ফ্রান্স অংশীদারিত্বের সম্পর্ককে শক্তিশালী করেছে। বিশ্বের আরও উন্নতিকল্পে আমরা একযোগে কাজ করে যাব”।
মরিশাসের প্রধানমন্ত্রীর ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন,
 

“প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনাউথ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানানোয় আপনাকে ধন্যবাদ। আমাদের দুই রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও বহুমুখী ও সমৃদ্ধ হয়ে উঠুক”।
সংযুক্ত আরব আমীরশাহির প্রধানমন্ত্রী মহম্মদ বিন রশিদ আল মকতুমের শুভেচ্ছার উত্তরে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন,
 

“@HHShkMohd  আপনার শুভেচ্ছায় কৃতজ্ঞ। ভারত সংযুক্ত আরব আমীর শাহির শক্তিশালী সম্পর্কের ক্ষেত্রে আপনার ব্যক্তিগত দায়বদ্ধতা প্রশংসনীয়। বছরের পর বছর ধরে উভয়ের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে উভয় রাষ্ট্র সেই সম্পর্ককে রক্ষা করে যাবে”।
ইতালির প্রধানমন্ত্রীর জর্জিয়া মেলোনি স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন,
 

 

“প্রধানমন্ত্রী @GiorgiaMeloni স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতা জানাই। ভারত-ইতালি বন্ধুত্বের সম্পর্কের প্রসার এবং উন্নত ধরিত্রি গড়ে তুলতে উভয়ের অবদান ফলপ্রসূ হোক”।
গায়নার কো-অপারেটিভ রিপাবলিকের রাষ্ট্রপতি ডঃ ইরফান আলিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোয় ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
 

 

ডঃ আলির শুভেচ্ছার প্রত্যুত্তরে শ্রী মোদী এক্স হ্যান্ডলে লিখেছেন,
“@presidentaligy  আপনার হার্দ্য শুভেচ্ছার জন্য ধন্যবাদ। উভয় দেশের মানুষের বন্ধুত্বকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যেতে সামনের দিকে তাকিয়ে আছি”।

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Bharat Tex showcases India's cultural diversity through traditional garments: PM Modi

Media Coverage

Bharat Tex showcases India's cultural diversity through traditional garments: PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 16 ফেব্রুয়ারি 2025
February 16, 2025

Appreciation for PM Modi’s Steps for Transformative Governance and Administrative Simplification