আজআন্তর্জাতিক শ্রম দিবস। এই উপলক্ষে ভারতের অগ্রগতির ক্ষেত্রে যে অসংখ্যশ্রমিক-কর্মচারী সঙ্কল্পবদ্ধ হয়ে পরিশ্রমের নজির সৃষ্টি করেছেন, তাঁদের উদ্দেশেসম্মান ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভারতের এইঅগ্রগতিতে তাঁদের বিশেষ ভূমিকার কথাও এক বার্তায় উল্লেখ করেছেন তিনি।
“আজশ্রমিক দিবসে আমরা সম্মান জানাই সেই সমস্ত স্থিরসঙ্কল্প শ্রমিক-কর্মচারীদের যাঁদেরকঠোর পরিশ্রমের এক বিশেষ ভূমিকা রয়েছে ভারতের অগ্রগতিতে। শ্রমেব জয়তে!”–আন্তর্জাতিক শ্রমিক দিবসের বার্তায় একথাই বলেছেন প্রধানমন্ত্রী।
Today, on Labour Day we salute the determination & hardwork of countless workers who play a big role in India's progress. Shrameva Jayate!
— Narendra Modi (@narendramodi) May 1, 2017