প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কাতারের আমীর তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথা বলেছেন।
এক ট্যুইট বার্তায় শ্রী মোদী বলেছেন, “ কাতারের আমীর @TamimBinHamad-এর সঙ্গে সুন্দর আলোচনা হল। কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সাহায্য করা এবং সহমর্মিতা দেখানোর জন্য আমি তাঁকে ধন্যবাদ জানিয়েছি। কাতারে বসবাসরত ভারতীয়দের খেয়াল রাখার জন্য তাঁর প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই।“
Had a good conversation with His Highness @TamimBinHamad, Amir of Qatar today. I thanked His Highness for the solidarity and offer of support in India's fight against COVID-19. I also conveyed our gratitude for the care being provided to the Indian community in Qatar.
— Narendra Modi (@narendramodi) April 27, 2021