“জাতীয় শিশুকন্যা দিবসটি হল কন্যা-সন্তানদের ব্যতিক্রমী সাফল্য উদযাপনের এক বিশেষ দিন।জীবনের বহু ক্ষেত্রেই তাঁদের উৎকর্ষ প্রচেষ্টা আমাদের গর্বিত করে।
কন্যা-সন্তানদেরপ্রতি বৈষম্যের মনোভাব দূর করা উচিৎ। নিশ্চিত করা উচিৎ তাঁদের জন্যও সমানসুযোগ-সুবিধা ।
লিঙ্গবৈষম্যের গতানুগতিক মানসিকতার বিষয়টিকে চ্যালেঞ্জ জানাতে আমাদের অঙ্গীকারবদ্ধ হতেহবে। লিঙ্গ বৈষম্য দূর করে সমতা ও সকলের সন্তোষ বিধানের জন্য আরও বেশি করে কাজ করেযেতে হবে আমাদের।”– জাতীয় শিশুকন্যা দিবস উপলক্ষে এক বার্তায় এ কথা বলেছেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
National Girl Child Day is a day to celebrate the exceptional achievements of the girl child, whose excellence in many fields makes us proud
— Narendra Modi (@narendramodi) January 24, 2017
It is imperative to reject discrimination against the girl child and ensure equal opportunities for the girl child.
— Narendra Modi (@narendramodi) January 24, 2017
Let us reaffirm our commitment to challenging stereotypes based on gender & promote gender sensitisation as well as gender equality.
— Narendra Modi (@narendramodi) January 24, 2017