মায়ানমারের স্টেট কাউন্সিলর দাও আং সান সুকি ১৯৮৬ সালের মে মাসে সিমলার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি-তে যে মূল গবেষণা প্রস্তাবটি ফেলোশিপ লাভের জন্য পেশ করেছিলেন তারই এক বিশেষ প্রতিলিপি আজ তাঁর হাতে উপহার স্বরূপ তুলে দেন মায়ানমার সফররত ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সু কি-র গবেষণার বিষয় ছিল, ‘ঔপনিবেশিক শাসনকালে বার্মিজ তথা ভারতীয় মেধা ঐতিহ্যের ক্রমবিকাশ: এক তুলনামূলক সমীক্ষা’।
Presented Daw Aung San Suu Kyi a special reproduction of original research proposal she submitted for fellowship at IIAS, Shimla in May 1986 pic.twitter.com/1qkGgoXC9U
— Narendra Modi (@narendramodi) September 6, 2017
Research proposal was titled 'The Growth & Development of Burmese & Indian Intellectual Traditions Under Colonialism: A Comparative Study.'
— Narendra Modi (@narendramodi) September 6, 2017