পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদি তেল ও প্রাকৃতিক গ্যাস নিগম ও.এন.জি.সি.-কে এক চ্যালেঞ্জগ্রহণের আহ্বান জানান| নয়া দিল্লিতে সোমবার ‘সৌভাগ্য যোজনা’র সূচনা উপলক্ষে আয়োজিতএকটি অনুষ্ঠানে ও.এন.জি.সি.’র আধিকারিক ও কর্মীদের তিনি আরও কার্যকর বৈদ্যুতিকচুলা (স্টোভ) তৈরির ক্ষেত্রে কাজ করার জন্য আহ্বান জানান, যাতে আরও কার্যকরভাবেবিদ্যুত ব্যবহার করে রান্নার কাজ করা যায়|
প্রধানমন্ত্রী বলেন, এই উদ্ভাবনাআমদানিকৃত জ্বালানির ক্ষেত্রে দেশের নির্ভরতার ওপর এক ধাক্কায় উল্লেখযোগ্যভাবে প্রভাবপড়বে| তিনি বলেন, পৃথিবীতে বৈদ্যুতিক গাড়ি নির্মাণের লক্ষ্যে কাজ হচ্ছে, কিন্তুভারতে এই বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি বৈদ্যুতিক চুলাও মানুষের প্রয়োজনীয়তা মেটাতে একদীর্ঘ সময় ধরে কার্যকর বিষয় হিসেবে পরিগণিত হবে| তিনি ও.এন.জি.সি.-কে এই ক্ষেত্রেউদ্ভাবনার জন্য স্টার্ট-আপ ও যুব প্রজন্মকে আমন্ত্রণ জানানোর কথা বলেন|