প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইঞ্জিনিয়ার্স দিবসে ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী, ইঞ্জিনিয়ার্স দিবসে, এম বিশ্বেশরাইয়ার উল্লেখযোগ্য অবদানের কথাও স্মরণ করেন।
একগুচ্ছ টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন,
" #EngineersDay --তে আমাদের দেশের সব ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানাই।দেশ গঠনে ব্রতী দক্ষ ও মেধাবী ইঞ্জিনিয়ারদের পেয়ে দেশ আশীর্বাদধন্য। আমাদের সরকার আরও ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করা সহ ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পড়াশূনোর পরিকাঠামো উন্নয়নে কাজ করে চলেছে।"
"#EngineersDay উপলক্ষে আমি এম বিশ্বেশরাইয়ার উল্লেখযোগ্য অবদানও স্মরণ করছি। আগামী প্রজন্মের ইঞ্জিনিয়ারদের উদ্বুদ্ধ করুক তাঁর কাজ। আমি আমার #MannKiBaat-এর একটি আগের পর্বও এখানে ভাগ করে নিচ্ছি যাতে আমি এই বিষয়ে কথা বলেছিলাম।"
On #EngineersDay, we remember the pathbreaking contribution of Sir M. Visvesvaraya. May he keep inspiring generations of future engineers to distinguish themselves. I am also sharing a snippet from one of the previous #MannKiBaat programmes where I talked about this subject. pic.twitter.com/2Vj3bHxVQS
— Narendra Modi (@narendramodi) September 15, 2022