আচার্যকৃ পালনির জন্মবার্ষিকীতে তঁর স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদী।
এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন : “দরিদ্র ও প্রান্তিক মানুষদের কল্যাণে কাজ করে গেছেনআচার্য কৃপালনি । তাঁর ব্যক্তিত্ব ছিল অনুপ্রেরণামূলক। তাঁর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধারসঙ্গেই স্মরণ করি আমরা” ।
— Narendra Modi (@narendramodi) November 11, 2016