প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে রাজঘাটে গিয়ে তাঁর স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করলাম। তাঁর নীতি সারা বিশ্বে গৃহীত। তাঁর চিন্তাভাবনা লক্ষ লক্ষ মানুষকে শক্তি যোগায় #GandhiJayanti”।
Paid floral tributes to Mahatma Gandhi At Rajghat. His ideals reverberate globally and his thoughts have provided strength to millions of people. #GandhiJayanti pic.twitter.com/35hGMEC1RL
— Narendra Modi (@narendramodi) October 2, 2022