প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি শনিবার দ্বারকার দ্বারকাধীশ মন্দিরেপ্রার্থনার মধ্য দিয়ে তাঁর দু’দিনের গুজরাট সফরের সূচনা করেন|
এরপর প্রধানমন্ত্রী ওখা ও বেয়ট দ্বারকার মধ্যে সংযোগকারী সেতু এবং অন্যান্যসড়ক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন|
প্রধানমন্ত্রী বলেন, তিনি দ্বারকায় নতুন শক্তি ও উদ্দীপনা লক্ষ্য করছেন| যেসেতুর শিলান্যাস হয়েছে, তা আমাদের প্রাচীন ঐতিহ্যের সঙ্গে পুনর্সংযোগের জন্যই| এরমধ্য দিয়ে পর্যটন শক্তিশালী হবে এবং তা কর্মসংস্থান তৈরি করবে বলে উল্লেখ করে তিনিবলেন, পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল চাবিকাঠি হবে উন্নয়ন|
কয়েক বছর আগেও বেয়ট দ্বারকার মানুষ যে পরিকাঠামোর অভাবে কঠিন সমস্যারমুখোমুখি হতেন, তার উল্লেখ করেন প্রধানমন্ত্রী|
প্রধানমন্ত্রী বলেন, পর্যটনের ক্ষেত্রে উন্নয়ন কখনও আলাদাভাবে হতে পারে না|তিনি বলেন, আমরা যদি গির অরণ্যে আরও বেশি করে পর্যটককে টেনে আনতে চাই, তাহলেআমাদেরকে এর কাছাকাছি দ্বারকার মত অন্যান্য জায়গাগুলোতেও পর্যটকদের আসার জন্য অনুপ্রাণিত করতে হবে|
প্রধানমন্ত্রী বলেন, পরিকাঠামোর উন্নয়ন অর্থনৈতিক কর্মকাণ্ডকেও বৃদ্ধি করবেএবং সার্বিক উন্নয়নের পরিবেশ তৈরি করবে| তিনি বলেন, আমরা বন্দরের উন্নয়ন এবংবন্দর-নির্ভর উন্নয়ন চাই; এই ব্লু ইকনমি (সমুদ্র-নির্ভর অর্থনীতি) ভারতের আরওঅগ্রগতিতে সহায়তা করবে|
তিনি বলেন, ভারত সরকার মৎসজীবীদের উন্নয়নে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে|কান্দলা বন্দরের উন্নয়নে সম্পদের ব্যবহার করায় এই বন্দরের নজিরবিহীন উন্নয়ন হয়েছে|আলং বন্দরকে এক নতুন জীবন দান করা হয়েছে এবং সেখানে কর্মরত শ্রমিকদের কল্যাণেবিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে|
তিনি বলেন, সরকার সমুদ্র সুরক্ষা যন্ত্রপাতির আধুনিকীকরণ করছে| এর জন্য এইদেবভূমি দ্বারকায় একটি প্রতিষ্ঠান স্থাপিত হবে|
জি.এস.টি. পরিষদের বৈঠকে ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তগুলো নিয়েআলোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের ওপর যখন বিশ্বাস থাকে এবং যখন প্রকৃষ্টউদ্দেশ্য নিয়ে নীতি তৈরি হয়ে থাকে, তখন স্বাভাবিকভাবেই দেশের স্বার্থেই মানুষআমাদেরকে সমর্থন জানাবেন|
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকার মানুষের আশা-আকাঙ্ক্ষার পূরণ করতে চায়এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করতে চায়|
প্রধানমন্ত্রী বলেন, ভারত এখন বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে এবং মানুষ এখানেবিনিয়োগ করার জন্য আসছেন| তিনি বলেন, “আমি দেখছি যে ভারতের উন্নয়নে গুজরাটসক্রিয়ভাবে অবদান রাখছে এবং আমি সেজন্যে গুজরাট সরকারকে অভিনন্দন জানাই|”