QuoteTechnology is the bridge to achieve ‘Sabka Saath Sabka Vikas’: PM
QuoteChallenge of technology, when converted into opportunity, transformed ‘Dakiya’ into ‘Bank Babu’: PM

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রবিবার নতুন দিল্লির ৭ নং কল্যাণ মার্গে এক অনুষ্ঠানে ‘ব্রিজিটাল নেশন’ শীর্ষক একটি বইয়ের উদ্বোধন করেছেন। বইটির প্রথম কপি তিনি শ্রী রতন টাটার হাতে তুলে দেন। এই বইটি লিখেছেন শ্রী এন চন্দ্রশেখরন এবং শ্রীমতী রূপা পুরুষোত্তম।

|

প্রযুক্তি : ‘সবকা সাথ সবকা বিকাশ’-এর সাফল্যের সেতুবন্ধন

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই বইটির মাধ্যমে লেখকরা একটি দিশা দেখিয়েছেন। প্রযুক্তির প্রয়োজনীয়তা, ইতিবাচক দিক এবং আশা-আকাঙ্ক্ষার বিভিন্ন বিষয়ে পরিপূর্ণ এই বইটি। তিনি আরও বলেন, এই বইটি এমন এক সময়ে প্রকাশ হচ্ছে যখন প্রযুক্তি কোটি কোটি ভারতবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসছে। প্রধানমন্ত্রী বলেন, এটা বোঝা দরকার যে প্রযুক্তি সেতুবন্ধনের কাজ করে, বিভাজন ঘটায় না। তিনি বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ এই লক্ষ্যে পৌঁছতে প্রযুক্তি আশা ও সাফল্য, প্রত্যাশা ও তা পূরণ, সরকার ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধনের কাজ করে। ভারতের দ্রুত প্রত্যাশা পূরণের জন্য ইতিবাচক, সৃজনশীল এবং গঠনমূলক মানসিকতা প্রয়োজন। কৃত্রিম মেধা এবং মানব পরিকল্পনার মধ্যে সেতুবন্ধনের ওপর জোর দেন তিনি।


|

প্রযুক্তির মাধ্যমে প্রশাসন পরিচালনা : গত পাঁচ বছরের সাফল্য

সরকারি প্রকল্পে সংস্কার, পরিবর্তন এবং রূপায়ণ ক্ষেত্রে প্রযুক্তি কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেকথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি তথ্যের আদানপ্রদান, ডিজিটাল ম্যাপিং-এর কাজের কথাও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘উজ্জ্বলা যোজনা’য় সঠিক সময়ে নজরদারির ফলে গ্রামীণ মহিলাদের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। ‘জন ধন যোজনা’, ‘আয়ুষ্মান ভারত’-এর মতো প্রকল্পে সাধারণ মানুষের স্বশক্তিকরণের ক্ষেত্রে প্রযুক্তি কিভাবে সাহায্য করেছে সেকথাও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, তাঁর সরকার সরকারি দপ্তরের মধ্যে একঘেয়েমি কাটানোর জন্য এবং সরকারি ই-মার্কেট প্লেসের মতো নিত্যনতুন পরিকল্পনার মাধ্যমে চাহিদা ও সরবরাহের মধ্যে সেতুবন্ধনের জন্য প্রযুক্তি ব্যবহার করে চলেছে। দেশের মধ্যে স্টার্ট-আপ ব্যবস্থাপনাকে জোরদার করে তুলতে বিশেষত, টিয়ার-২ ও টিয়ার-৩ শহরে সম্পূর্ণভাবে স্টার্ট-আপ গঠনের ক্ষেত্রে কিভাবে প্রযুক্তি সাহায্য করছে সেকথাও ব্যাখ্যা করে জানান প্রধানমন্ত্রী।

প্রযুক্তিগত সমস্যাগুলি কাটিয়ে তার সুফল কাজে লাগানোর প্রসঙ্গে প্রধানমন্ত্রী ভারতীয় পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, প্রযুক্তি সামগ্রিক পরিষেবা ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে এসেছে। এই ডাক পরিষেবা প্রযুক্তি-নির্ভর ব্যাঙ্কিং ব্যবস্থাপনায় পরিণত হয়েছে। এর ফলে বহু মানুষ উপকৃত হচ্ছেন। ‘ডাকিয়া’রা এখন ‘ব্যাঙ্কবাবু’তে পরিণত হয়েছে।

কূটনৈতিক ব্যক্তিত্ব, সরকারি প্রতিনিধি এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতি

অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং চিনের কূটনৈতিক প্রতিনিধিরা, কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রকের সচিব, বণিকসভা সিআইআই, ফিকি এবং ন্যাসকম ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ছাড়াও টাটা গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

বই সম্পর্কে

বইটিতে ভবিষ্যতের শক্তিশালী দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। এখানে দেখানো হয়েছে প্রযুক্তি ও মানুষ উভয়েই উভয়ের ওপর নির্ভরশীল হয়ে কিভাবে সহাবস্থান করছে। মানুষের পরিশ্রম কমিয়ে প্রযুক্তির ব্যবহার এবং ভারত কিভাবে তাকে কাজে লাগিয়ে আরও বেশি কর্মসংস্থান তৈরি করতে পারে, সেদিকটিও তুলে ধরা হয়েছে এই বইটিতে। প্রত্যাশা এবং সাফল্যের মধ্যে ডিজিটাল প্রযুক্তি মেলবন্ধন ঘটায়। আর এখানেই এই ‘ব্রিজিটাল’ নামের সার্থকতা।

Click here to read full text speech

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
How the makhana can take Bihar to the world

Media Coverage

How the makhana can take Bihar to the world
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 25 ফেব্রুয়ারি 2025
February 25, 2025

Appreciation for PM Modi’s Effort to Promote Holistic Growth Across Various Sectors