প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পর্তুগালেরপ্রধানমন্ত্রী শ্রী অ্যান্তোনিও কোস্টা’র সঙ্গে শনিবার লিসবনের চ্যাম্পালিমাওফাউন্ডেশন পরিদর্শন করলেন|
চ্যাম্পালিমাও ফাউন্ডেশন হচ্ছে একটি বেসরকারিবায়োমেডিক্যাল গবেষণা সংস্থা| এখানে ক্যান্সার চিকিত্সার সর্বাধুনিক পদ্ধতি প্রদানকরা হয় এবং ভবিষ্যতের যুগান্তকারী ক্যান্সার গবেষণায় সহায়তা করা হয়| এটা চিকিত্সারক্ষেত্রে এক নবীনতম সার্বিক পদক্ষেপ প্রদান করে যা প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত হয়েসবুজ পরিবেশে গবেষণা ও উদ্ভাবনার মাধ্যমে প্রতিদিনের চিকিত্সাকে সংহত করে|
এই কেন্দ্রটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে রয়েছেএকটি ক্রান্তীয় অঞ্চলের মত বাগান, যেখান থেকে নদী ও সমুদ্রকে দেখা যায় এবং রয়েছেপ্রচুর সূর্যালোক—আর এর নকশা করেছেন ভারতের একজন স্বনামখ্যাত আর্কিটেক্ট: চার্লস করেয়া|
এই ফাউন্ডেশন ভারত ও পর্তুগালের মধ্যে বহুমুখীসহযোগিতাকে প্রতিনিধিত্ব করে|
এটি ক্যান্সার গবেষণা ও চিকিত্সার জন্য উত্সর্গীকৃতএকটি প্রতিষ্ঠান এবং প্রধানমন্ত্রী মোদি প্রায়শই যে বিষয়টিতে গুরুত্ব দেন, সেইসার্বিক স্বাস্থ্যের নীতির ওপর ভিত্তি করে গঠিত| ক্যান্সার আক্রান্ত রোগীদের এখানেএক অনন্য প্রণালীবিজ্ঞানের মধ্য দিয়ে যেতে হয়, যেখানে তারা কেমোথেরাপির মত উন্নতচিকিত্সার সময়ও প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত থাকেন|
‘অ্যান্তোনিও চ্যাম্পালিমাও দৃষ্টি পুরস্কার’ ২০০৭সালে চোখের যত্ন ও দৃষ্টি নিয়ে গবেষণার অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য শুরু হয়েছিল|প্রথম বছর ভারতীয় সংস্থা ‘অরবিন্দ আই কেয়ার সিস্টেম’ এই পুরস্কার জয় করে|
পৃথিবীর ৪২টি দেশ থেকে এই ফাউন্ডেশনে আসা ৩০০ জনগবেষকের মধ্যে ৩ জন গবেষক ভারতীয়|
চ্যাম্পালিমাও ফাউন্ডেশনের সঙ্গে হায়্দ্রাবাদের ‘প্রসাদইনস্টিটিউটে’র যোগাযোগ রয়েছে| চ্যাম্পালিমাও ফাউন্ডেশনে আসা বিদেশি ক্যান্সাররোগীদের মধ্যে সর্বাধিক ভারত থেকেই আসেন|
প্রধানমন্ত্রী এই ফাউন্ডেশনের সুযোগ সুবিধাগুলোপরিদর্শন করেন এবং ভারতীয় গবেষকদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনাও করেন|
Visited the Champalimaud Foundation with Mr. @antoniocostapm. pic.twitter.com/rYOt9fnUel
— Narendra Modi (@narendramodi) June 24, 2017