Published By : Admin |
January 20, 2022 | 18:43 IST
Share
India and Mauritius are united by history, ancestry, culture, language and the shared waters of the Indian Ocean: PM Modi
Under our Vaccine Maitri programme, Mauritius was one of the first countries we were able to send COVID vaccines to: PM Modi
Mauritius is integral to our approach to the Indian Ocean: PM Modi
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী শ্রী প্রবীন্দ কুমার যুগনাথ আজ যৌথ ভাবে সেদেশে সামাজিক আবাসন ইউনিট প্রকল্পের উদ্বোধন করেছেন। ভারত ও মরিশাসের মধ্যে প্রাণবন্ত উন্নয়নমূলক অংশীদারিত্বের অঙ্গ হিসেবে এই প্রকল্প রূপায়িত হয়েছে। এই উপলক্ষে দুই প্রধানমন্ত্রী ভার্চুয়াল পদ্ধতিতে আরও দুটি প্রকল্পের শিলান্যাস করেন। এরমধ্যে রয়েছে একটি অত্যাধুনিক সিভিল সার্ভিস কলেজ এবং অন্যটি আট মেগাওয়াট ক্ষমতা বিশিষ্ট সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। মরিশাসে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গনে সেদেশের ক্যাবিনেট মন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের উপস্থিতিতে এই কর্মসূচি আয়োজিত হয়।
মরিশাসে কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী মোদী মিত্র দেশগুলির সার্বভৌমত্বের প্রতি সম্মান ও তাদের অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রে ভারতের সাহায্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই দেশগুলির সাধারণ মানুষের কল্যাণ ও দক্ষতা বৃদ্ধিতে ভারত সবরকম সাহায্য দিয়ে থাকে। দেশ গঠনে সিভিল সার্ভিস কলেজের গুরুত্বের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী 'মিশন কর্মযোগী' সংক্রান্ত জ্ঞান আদান-প্রদানের প্রস্তাব দেন। তিনি এক সূর্য, এক বিশ্ব, এক গ্রীড উদ্যোগের কথা স্মরণ করে ২০১৮-র অক্টোবরে আন্তর্জাতিক সৌর জোটের প্রথম অধিবেশনের প্রসঙ্গ উত্থাপন করেন। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, আট মেগাওয়াট ক্ষমতা বিশিষ্ট সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলায় এবং ১৩ হাজার টন কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে মরিশাসকে সাহায্য করবে।
অনুষ্ঠানে মরিশাসের প্রধানমন্ত্রী শ্রী যুগনাথ আর্থিক সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের জন্য ভারতকে ধন্যবাদ দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী মোদীর সুদক্ষ নেতৃত্বে দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।
ভারত সরকার ২০১৬-র মে মাসে মরিশাসে পাঁচটি প্রকল্প রূপায়নের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের অঙ্গ হিসেবে ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক অনুদান দেয়। এই পাঁচটি প্রকল্প হল - মেট্রো এক্সপ্রেস প্রোজেক্ট, সুপ্রিমকোর্টের ভবন, নতুন ইএনটি হাসপাতাল, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য ডিজিটাল ট্যাবলেট সরবরাহ এবং সামাজিক আবাসন ইউনিট। আজ সামাজিক আবাসন ইউনিটের সূচনার ফলে বিশেষ আর্থিক প্যাকেজের অঙ্গ হিসেবে গৃহীত সবকটি কর্মসূচির রূপায়ন বাস্তবায়িত হল।
আজ সেদেশে আট মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন যে সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির সূচনা হয়েছে তাতে বার্ষিক প্রায় ১৪ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ২৫ হাজার ফটোভোল্টিক সেল বসানো হবে। এর ফলে, মরিশাসে প্রায় ১০ হাজার পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে। পক্ষান্তরে বার্ষিক কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণ ১৩ হাজার টন কমবে এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাগুলি আরও দক্ষতার সঙ্গে মোকাবিলা করা সম্ভব হবে।
আজকের এই অনুষ্ঠানে দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। এরমধ্যে একটি হল মেট্রো এক্সপ্রেস ও অন্যান্য পরিকাঠামো প্রকল্পের জন্য মরিশাস সরকারকে ১৯০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা এবং দ্বিতীয়টি হল ছোট মাপের উন্নয়নমূলক প্রকল্প রূপায়নে সমঝোতাপত্র বা মউ স্বাক্ষর।
কোভিড-১৯ জনিত চ্যালেঞ্জ সত্বেও ভারত - মরিশাস উন্নয়নমূলক অংশীদারিত্ব সংক্রান্ত প্রকল্পগুলির কাজে দ্রুত অগ্রগতি হয়েছে। ২০১৯-এ প্রধানমন্ত্রী শ্রী মোদী ও সেদেশের প্রধানমন্ত্রী শ্রী জগন্নাথ যৌথ ভাবে ভার্চুয়াল পদ্ধতিতে মেট্রো এক্সপ্রেস প্রকল্প এবং নতুন ইএনটি হাসপাতালের সূচনা করেন। একই ভাবে গতবছরের জুলাই মাসে দুই প্রধানমন্ত্রী ভার্চুয়াল পদ্ধতিতে মরিশাসের সুপ্রিমকোর্ট ভবনের উদ্বোধন করেন।
ভারত ও মরিশাসের মধ্যে অভিন্ন ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্ক রয়েছে। আর এগুলি সবই দুই দেশের বিশেষ উন্নয়নমূলক অংশীদারিত্বে প্রতিফলিত হয়। একই ভাবে মরিশাস ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক অংশীদার দেশ। আজকের এই অনুষ্ঠান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের মানসিকতার সঙ্গে সম্পর্কযুক্ত, যা এই দুই দেশের মধ্যে সফল ও কালোত্তীর্ণ অংশীদারিত্বের আরও একটি মাইলফলক।
Upon his passing, we had declared a day of national mourning in India, and our Parliament had also paid homage to him.
It was our privilege to honour him with the Padma Vibhushan award in 2020: PM @narendramodi
It was in Mauritius, during my 2015 visit, that I had outlined India’s maritime cooperation vision of SAGAR – ‘Security and Growth for All in the Region’.
I am glad that our bilateral cooperation, including in maritime security, has translated this vision into action: PM
Unstoppable Progress: India Continues to Grow Across Diverse Sectors with the Modi Government
PM Modi's initiative of 'One Nation, One Subscription' is a landmark move to make high-quality research accessible beyond elite institutions. This effort paves the way for equitable knowledge access, fostering innovation and academic inclusivity across India. Thank you Team Modi! pic.twitter.com/EO691y9kQb
Driving the #DigitalPayment revolution, UPI achieved 15,547 crore transactions worth Rs. 223 lakh crore from January to November, 2024, showcasing its transformative impact on financial transactions in India. Kudos team @narendramodi for transforming India into #DigitalIndia 👏👏 pic.twitter.com/ewRcCcxyyn
किसानों के सशक्तिकरण के लिए @narendramodi सरकार ने 1,000 करोड़ रुपये की क्रेडिट गारंटी योजना शुरू की है। यह योजना ग्रामीण अर्थव्यवस्था को मजबूत बनाएगी और आत्मनिर्भर भारत के लक्ष्य को गति देगी। आपकी सोच किसानों की उन्नति का मार्ग प्रशस्त कर रही है। pic.twitter.com/diRzUJZRtd
Under @narendramodi's vision ₹13,422 crore in loans have been disbursed to street vendors via the PM SVANidhi scheme. This initiative is empowering small businesses, ensuring financial independence, and building a stronger nation. Thank you for supporting local livelihoods pic.twitter.com/Vy2jV171Y1
Thanks 2d continuous efforts of planning,monitering, guiding for a smooth management, by @narendramodi n @myogiadityanath, Maha Kumbh will have latest ammenities n infrastructure. It will showcase India's digital strength,environmental protection n culture pic.twitter.com/SuGKHibbLQ
Delhi Airport now connects to 150 destinations globally becoming India’s aviation hub. Thank u @narendramodi for strengthening infrastructure and enabling unmatched connectivity. Your leadership is transforming India into a global aviation powerhouse and driving economic progress pic.twitter.com/AP2kTxMRFa
India has seen 11 IPOs in December 2024, making it the busiest month for listings this year. Thank you, @narendramodi, for creating a business-friendly environment and boosting investor confidence. Your vision is driving economic growth and helping businesses thrive pic.twitter.com/xN760ynwt6
खाद्य पदार्थों की कीमतों में गिरावट के साथ नवंबर में थोक मुद्रास्फीति दर 1.89% रही। @narendramodi की आर्थिक नीतियां आम आदमी को राहत और देश को स्थिरता प्रदान कर रही हैं। आपका समर्पण हर परिवार की समृद्धि का आधार है. pic.twitter.com/HGoRP9ud40