প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল (যিনি 'প্রচণ্ড' নামেও পরিচিত)-এর সঙ্গে বৈঠক করেছেন। দুই নেতা কাঠমান্ডুতে সাক্ষাৎ করেন এবং ভারত-নেপাল সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
PM @narendramodi met Pushpa Kamal Dahal 'Prachanda', Chairman of Communist Party of Nepal - MC. Exchanged views on strengthening views on bilateral relations. pic.twitter.com/PfbaqmAPQd
— Raveesh Kumar (@MEAIndia) May 12, 2018