PM Narendra Modi dedicates multiple development projects in Jharkhand
Development projects in Jharkhand will add to the state’s strength, empower poor and tribal communities: PM
The poor in India wish to lead a life of dignity, and seek opportunities to prove themselves: PM Modi
‘Imandari Ka Yug’ has started in India; youth wants to move ahead with honesty: PM Modi

ঝাড়খন্ডে আজ যে উন্নয়ন প্রকল্পগুলির সূচনা হল তা আগামী দিনেসাঁওতাল পরগণা অঞ্চলের প্রভুত কল্যাণ সাধন করবে এবং আদিবাসী জনসাধারণের ক্ষমতায়নেরপথ তাতে আরও প্রশস্ত হবে।. 

দরিদ্র সাধারণ মানুষ সম্মান ও মর্যাদার সঙ্গে জীবনধারনকরতে আগ্রহী। এজন্য তাঁদের প্রয়োজন উপযুক্ত সুযোগ-সুবিধা। কারণ এর মাধ্যমেই তাঁরাজীবনে উন্নয়নের স্পর্শ অনুভব করেন। . 

বৃহস্পতিবারঝাড়খন্ডের সাহেবগঞ্জে কয়েকটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস শেষে একথা বলেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি গঙ্গা নদীর ওপর একটি চার লেনের সেতুনির্মাণ প্রকল্পের শিলান্যাস করেন, ভিত্তিপ্রস্তর স্হাপন করেন একটি মাল্টিমোডালটার্মিনালেরও। বারানসী-হলদিয়া জলপথে এই টার্মিনালটি এক বিশেষ কাজে আসবে। . 

৩১১ কিলোমিটার দীর্ঘগোবিন্দপুর-জামতাড়া-দুমকা-সাহেবগঞ্জ সড়কটিরও তিনি এদিন উদ্বোধন করেন। জাতিরউদ্দেশে উৎসর্গ করেন সাহেবগঞ্জ জেলা আদালত প্রাঙ্গন এবং সাহেবগঞ্জ জেলা হাসপাতালসংলগ্ন একটি সৌরবিদ্যুৎ প্রকল্পও। . 

পাহাড়িয়া স্পেশালইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়ানের কনস্টেবলদের হাতে তিনি এদিন নিয়োগ সম্পর্কিতপ্রতীকী শংসাপত্রগুলি তুলে দেন। স্বনির্ভর গোষ্ঠীর মহিলা শিল্পোদ্যোগীদের হাতেতুলে দেন কয়েকটি স্মার্ট ফোনও। .  

প্রধানমন্ত্রী এদিনমন্তব্য করেন যে ভারতে এখন সততার যুগের সূচনা হয়েছে। দরিদ্র সাধারণ মানুষের দক্ষতাও ক্ষমতার ওপর তাঁর পূর্ণ আস্হা ও বিশ্বাসও রয়েছে। দরিদ্রদের কাছে যাতে তিনিতাঁদের ন্যায্য প্রাপ্য ও অধিকার পৌঁছে দিতে পারেন সেজন্য জনসাধারণের আর্শীবাদওপ্রার্থনা করেন প্রধানমন্ত্রী। .

Click here to read full text speech

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
'India Delivers': UN Climate Chief Simon Stiell Hails India As A 'Solar Superpower'

Media Coverage

'India Delivers': UN Climate Chief Simon Stiell Hails India As A 'Solar Superpower'
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi condoles loss of lives due to stampede at New Delhi Railway Station
February 16, 2025

The Prime Minister, Shri Narendra Modi has condoled the loss of lives due to stampede at New Delhi Railway Station. Shri Modi also wished a speedy recovery for the injured.

In a X post, the Prime Minister said;

“Distressed by the stampede at New Delhi Railway Station. My thoughts are with all those who have lost their loved ones. I pray that the injured have a speedy recovery. The authorities are assisting all those who have been affected by this stampede.”