প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সুরাট সফর করেন।তিনি সেখানে সুরাট বিমানবন্দরের টার্মিনাল ভবনের সম্প্রসারণমূলক কাজের শিলান্যাস করেন।টার্মিনাল ভবনের কাজ শেষ হলে গুজরাটের দক্ষিণাঞ্চলে বিমান পরিষেবা আরও উন্নত হবে।

এই উপলক্ষে এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “সহজে ব্যবসা-বাণিজ্যের জন্য দেশের পরিকাঠামো ক্ষেত্রে অবশ্যই উন্নতির প্রয়োজন রয়েছে।সুরাট বিমানবন্দরের টার্মিনাল ভবনের সম্প্রসারণ সেই লক্ষ্যেই একটি পদক্ষেপ”।এই টার্মিনাল ভবনটি সম্প্রসারণের কাজে খরচ ধরা হয়েছে ৩৫৪ কোটি টাকা।সম্প্রসারণের পর টার্মিনাল ভবনের এলাকা বৃদ্ধি পেয়ে হবে ২৫ হাজার ৫০০ বর্গ মিটার।পরিবেশ-বান্ধব এই টার্মিনাল ভবনে সৌরশক্তির পাশাপাশি, আলোকিতকরণের কাজে এলইডি বাল্ব ব্যবহার করা হবে।সম্প্রসারণ কাজ শেষ হলে যাত্রী পরিচালন ক্ষমতা বার্ষিক ৪ লক্ষ থেকে বেড়ে ২৬ লক্ষে পৌঁছবে।তিনি আরও জানান, এয়ার ইন্ডিয়া শীঘ্রই সুরাটের সঙ্গে শারজার বিমান পরিষেবা শুরু করবে।প্রাথমিকভাবে সপ্তাহে দুটি বিমান চালানো হবে।পরে, তা বাড়িয়ে সাপ্তাহিক চারটি করা হবে।

শ্রী মোদী জানান, উড়ান প্রকল্পের আওতায় বিমান যোগাযোগ ব্যবস্থার প্রসারে একাধিক বিমানবন্দরকে নিয়ে আসা হচ্ছে।একই সঙ্গে, স্থানীয় মানুষ নিজের এলাকা থেকেই বিমান পরিষেবার সুযোগ গ্রহণ করতে পারছেন।তিনি বলেন, “আমরা বিমান ভ্রমণ প্রত্যেকের জন্য সহজলভ্য করে তুলতে চাই।উড়ান প্রকল্পের ফলে দেশে বিমান যোগাযোগ ব্যবস্থায় প্রভূত উন্নতি ঘটেছে।এই প্রকল্পের ফলে ভারতের বিমান যোগাযোগ ব্যবস্থার মানচিত্রে ৪০টি বিমানবন্দর যুক্ত হয়েছে।দেশের বিভিন্ন জায়গায় আরও বেশি বিমানবন্দরের সার্বিক মানোন্নয়নে সরকার পরিকল্পনা নিচ্ছে।

সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরে শ্রী মোদী বলেন, সংখ্যাগরিষ্ঠ একটি সরকারই সাহসী সিদ্ধান্ত নিতে পারে।এমনকি, দেশের সার্বিক উন্নয়নেও অবাধে কাজ করতে পারে। “আপনারাই যেহেতু আমাদের সংখ্যাগরিষ্ঠ বানিয়েছেন, তাই আমরা গুরুত্বপূর্ণ ও সংস্কারমূলক সাহসী পদক্ষেপ নিতে সক্ষম হয়েছি” মন্তব্য করে প্রধানমন্ত্রী জানান, বিগত সরকারগুলির মতো বর্তমান এনডিএ সরকারও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের স্বার্থে কাজ করেছে।

ইউপিএ সরকারের সঙ্গে তাঁর সরকারের তুলনা করে শ্রী মোদী বলেন, “আমাদের শাসনকালের চার বছরে, আমরা ১ কোটি ৩০ লক্ষ গৃহ নির্মাণ করেছি।ইউপিএ শাসনকালে ২৫ লক্ষ গৃহ নির্মাণ হয়েছে”। তিনি আরও বলেন, “এখন পাসপোর্ট কার্যালয়ের সংখ্যা ৪০০-রও বেশি।২০১৪-তে এই সংখ্যা ছিল কেবল ৮০।

প্রধানমন্ত্রী সুরাটে প্রধানমন্ত্রী আবাস যোজনার কয়েকজন সুফলভোগীর হাতে বাড়ির চাবি তুলে দেন।এ প্রসঙ্গে তিনি বলেন, সরকার দরিদ্র মানুষের পাশাপাশি, মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনযাপনের মানোন্নয়নে মিশন মোড-ভিত্তিতে কাজ করে চলেছে।এক পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, “বিগত চার বছরে সরকার শহরে বসবাসকারী গরিব মানুষের স্বার্থে ১৩ লক্ষেরও বেশি গৃহ নির্মাণ করেছে।এছাড়াও, আরও ৩৭ লক্ষ গৃহ নির্মাণের কাজ চলতে”।

স্বাধীনতা সংগ্রামে সুরাটের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে শ্রী মোদী আশা প্রকাশ করেন, আগামী এক দশকের মধ্যেই বিনিয়োগের অনুকূল বাতাবরণ গড়ে তুলে এই শহর বিশ্বের অন্যতম দ্রুত বিকাশশীল শহর হয়ে উঠবে।

পরে, অন্য এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সুরাটে অত্যাধুনিক পরিষেবা সম্বলিত সুপার স্পেশালিটি রাসিলাবেন সেবন্তীলাল শাহ্‌ভেনাস হাসপাতাল উদ্বোধন করেন।এই হাসপাতালের বিভিন্ন চিকিৎসা পরিষেবার সুযোগ-সুবিধাও তিনি ঘুরে দেখেন।এক জনসভায় ভাষণে আয়ুষ্মান ভারত কর্মসূচির কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই উদ্যোগ সাধারণ মানুষকে সুলভে স্বাস্থ্য পরিষেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।এখন পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন ধরণের জেনেরিক ওষুধপত্র পাওয়া যাচ্ছে, যার ফলে স্বাস্থ্য পরিষেবার খরচই কমেনি, একই সঙ্গে বহু মূল্যবান জীবন রক্ষা করাও সম্ভব হয়েছে।

আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী ডান্ডি থেকে ফিরে আসার পূর্বে সুরাট ইন্ডোর স্টেডিয়ামে নতুন ভারত যুবসম্মেলনে ভাষণ দেবেন।ডান্ডি সফরে গিয়ে প্রধানমন্ত্রী জাতীয় লবণ সত্যাগ্রহ স্মারকের আবরণ উন্মোচন করেন।এই স্মারকে মহাত্মা গান্ধী সহ ৮০ জন সত্যাগ্রহীর মূর্তি রয়েছে।ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯৩০ সালের লবণ সত্যাগ্রহ অভিযান ডান্ডি অভিযান নামে অধিক পরিচিত।উল্লেখ করা যেতে পারে যে, তৎকালীন ব্রিটিশ সরকারের লবণ আইনের বিরুদ্ধে গণআইন অমান্য অভিযানের অংশ হিসাবে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ৮০ জন সত্যাগ্রহী আমেদাবাদের সবরমতী আশ্রম থেকে ২৪১ মাইল পথ পাড়ি দিয়ে উপকূলবর্তী গ্রাম ডান্ডিতে পৌঁছে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করেছিলেন।ইতিহাসে এই ঘটনায় ডান্ডি অভিযান হিসাবে চিরস্মরণীয় হয়ে রয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world

Media Coverage

PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 ডিসেম্বর 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi