প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দমন ও দিউ-তে শুক্রবার১ হাজার কোটি টাকা মূল্যের নানা উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন। এই উপলক্ষে তিনিসেখানে বিভিন্ন কর্মসূচির সুবিধাভোগীদের মধ্যে শংসাপত্রেরও বন্টন করেন এবং দমনকলেজ মাঠে একটি জনসমাবেশে ভাষণ দেন।
প্রধানমন্ত্রী এই জনসমাবেশকে এক ঐতিহাসিক ঘটনা বলে আখ্যাদিয়ে বলেন, শুধু জনসংখ্যার দিক থেকেই নয়, সেখান থেকে চালু করা উন্নয়নমূলকপ্রকল্পগুলির জন্যও এ এক ঐতিহাসিক সমাবেশ।
প্রধানমন্ত্রী দমনের জনসাধারণকে পর্যটনের সুযোগ-সুবিধাকাজে লাগাতে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিতে বলেন। কারণ, পরিচ্ছন্নতা বাড়লে তবেইপর্যটন বাড়ে। দমনকে প্রকাশ্যে মলত্যাগ মুক্ত ঘোষণা করার জন্য তিনি সেখানকারজনসাধারণ ও স্থানীয় প্রশাসনকে ধন্যাবাদ দেন। প্রধানমন্ত্রী বলেন যে, দমনে ই-রিক্শাএবং সিএনজি ব্যবহারের মাধ্যমে যেভাবে পরিচ্ছন্নতাকে গনআন্দোলনের রূপ দেওয়া হয়েছে,তা আমাদের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত।
দমনে সকলকে একাত্ম করে নেওয়ার সংস্কৃতির প্রশংসা করেপ্রধানমন্ত্রী বলেন, দমন যেন মিনি ভারতবর্ষ। কারণ, দেশের সব জায়গার মানুষ সেখানেবসবাস করে জীবিকার্জন করেন। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, সরকার মৎস্যজীবীদেরকল্যাণে নানা ধরণের পদক্ষেপ নিচ্ছে এবং তাঁদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্যনীল বিপ্লব সফল করতে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
প্রধানমন্ত্রী উড়ান প্রকল্পে আমেদাবাদ ও দিউ-এর মধ্যেসংযোগকারী এয়ার ওড়িশার উড়ানটির উদ্বোধন করেন। এই সঙ্গে তিনি ভিডিও লিঙ্কের মাধ্যমেদমন থেকে দিউ পবন হংস হেলিকপ্টার পরিষেবারও সূচনা করেন।
প্রধানমন্ত্রী ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পে একটিনবজাত কন্যাকে প্রশংসাসূচক উপহার তুলে দেন। দমন ও দিউ প্রশাসন মহিলাদের বিনামূল্যেযে গাড়িচালনা প্রশিক্ষণ দিয়েছে, তার শংসাপত্রও তিনি প্রাপকদের হাতে তুলে দেন আরসেইসঙ্গে স্কুলের ছাত্রীদের সাইকেল প্রদান করেন। প্রধানমন্ত্রী সিএনজি চালিতযানগুলির পারমিট-ও বন্টন করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রামীণ ওশহরাঞ্চলের, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন সুরক্ষাযোজনা ও প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সুবিধাভোগীদের শংসাপত্রও প্রদান করেন। এছাড়া,শ্রী মোদী ই-রিক্শা, পহেলি সওয়ারি ও অ্যাম্বুলেন্সগুলির যাত্রারও শুভ সূচনা করেন।
This public meeting in Daman is historic- not only in terms of the number of people who have joined us but also in terms of the development projects being launched from here: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 24, 2018
I urge the people of Daman to continue giving topmost importance to cleanliness. The opportunities in tourism increase when there is cleanliness: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 24, 2018
It is wonderful how Daman has become a mini-India. People from all over the country live and work here: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 24, 2018
I congratulate the people and local administration for making this place ODF. This is a big step: PM @narendramodi in Daman
— PMO India (@PMOIndia) February 24, 2018
I am seeing mass movements in Daman towards cleanliness, using e-rickshaws and CNG: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 24, 2018
The Government is taking several steps for the welfare of fishermen. Our entire emphasis on the 'blue revolution' is inspired by the commitment to bring a positive difference in the lives of fishermen: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 24, 2018