আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে আসামে ১.২৫ কোটি মানুষ উপকৃত : প্রধানমন্ত্রী
ভারতীয় চা –এর সুনাম নষ্ট করার চক্রান্ত সফল হবে না : প্রধানমন্ত্রী
অসম মালা প্রকল্পের মাধ্যমে আসামের মানুষের স্বপ্ন পূরণ হবে, সব গ্রামের মধ্যে যোগাযোগ ও চওড়া রাস্তার পরিকাঠামো গড়ে উঠবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, আজ আসামের শোণিতপুর জেলার ঢেকিয়াজুলিতে একটি অনুষ্ঠানে ২টি হাসপাতালের শিলান্যাস এবং “অসম মালা” প্রকল্পে রাজ্যে মহাসড়ক ও জেলার প্রধান প্রধান সড়কগুলির মধ্যে যোগাযোগ গড়ে তোলার সূচনা করেছেন। আসামের মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রামেশ্বর তেলী, আসাম সরকারের মন্ত্রীরা এবং বোড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিওয়নের প্রধান শ্রী প্রমোদ বোড়ো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

এই অনুষ্ঠানে আসামের জনসাধারণ তাঁর প্রতি ভালোবাসা দেখানোয় প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল, মন্ত্রী শ্রী হিমন্ত বিশ্বশর্মা, বোড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিওয়নের প্রধান শ্রী প্রমোদ বোড়োএবং রাজ্য সরকারের কাজের প্রশংসা করেছেন এবং এর ফলে আসামের উন্নয়ন দ্রুত গতিতে হচ্ছে। ১৯৪২ সালে ত্রিবর্ণ রঞ্জিত পতাকার জন্য আত্মবলিদান এবং এই অঞ্চলের মানুষের অনুপ্রবেশকারীদের প্রতিহত করার গৌরবজ্জ্বল ইতিহাসের কথা প্রধানমন্ত্রী স্মরণ করেছেন।

শ্রী মোদী বলেছেন, হিংসা, বৈষম্য, অশান্তি, বঞ্চনার ইতিহাসকে সরিয়ে রেখে সমগ্র উত্তর – পূর্বাঞ্চল আজ উন্নয়নের পথ অনুসরণ করে এগিয়ে চলেছে এবং আসাম এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে। ঐতিহাসিক বোড়োল্যান্ড চুক্তি স্বাক্ষর এবং সম্প্রতি বোড়োল্যান্ড আঞ্চলিক পরিষদের নির্বাচন, এই অঞ্চলের উন্নয়ন আস্থার নতুন অধ্যায় রচনা করেছে। “আসামের ভাগ্য ও ভবিষ্যৎ আজকের দিনের পর থেকে তাৎপর্যপূর্ণভাবে পরিবর্তন হবে, কারণ আসাম, বিশ্বনাথ ও চড়াইদেয়ো-তে দুটি নতুন মেডিকেল কলেজ উপহার পাচ্ছে এবং অসম মালার মধ্য দিয়ে অত্যাধুনিক পরিকাঠামোর ভীত গড়ে উঠবে।”

সম্প্রতি রাজ্যে, চিকিৎসা পরিকাঠামোর বেহাল পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীনতার পর থেকে ২০১৬ সাল পর্যন্ত মাত্র ৬টি মেডিকেল কলেজ আসামে ছিল। কিন্তু গত ৫ বছরে আরো ৬টি মেডিকেল কলেজ তৈরি করার কাজ শুরু হয়েছে। উত্তর ও উজান আসামের মানুষের চাহিদা বিশ্বনাথ ও চড়াইদেয়ো কলেজ পূরণ করবে। নতুন কলেজের কাজ শুরু করলে প্রতিবছর ১৬০০ নতুন চিকিৎসক এই সব কলেজ থেকে বের হবেন। এর ফলে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, গুয়াহাটিতে এইমসের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রথম ব্যাচের ছাত্র – ছাত্রীরা পঠন – পাঠন শুরু করেছেন। আগামী দেড় বছরের মধ্যে এইমসের নির্মাণ সম্পূর্ণ হবে। আসামের সমস্যার প্রতি উদাসীনতার অভিযোগ এনে প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার, আসামের মানুষের জন্য নিষ্ঠাভরে কাজ করছে 

প্রধানমন্ত্রী বলেছেন, আসামের মানুষের দীর্ঘ দিনের চাহিদা পূরণ এই সব মেডিকেল কলেজের মাধ্যমে হবে। রাজ্যের ১.২৫ কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে উপকৃত হচ্ছে। ৩৫০টির বেশি হাসপাতাল এই প্রকল্পের আওতাধীন। আয়ুষ্মান ভারতের মাধ্যমে দেড় লক্ষ মানুষ আসামে বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন। স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে প্রায় ৫৫ লক্ষ মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। সাধারণ মানুষের জীবনযাত্রায় জনৌষধী কেন্দ্র, অটল অমৃত যোজনা এবং প্রাইম মিনিস্টার ডায়ালিসিস প্রোগ্রাম ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে।

শ্রী মোদী বলেছেন, আসামের উন্নয়নের মূলে রয়েছে চা বাগিচা। ধন পুরষ্কার মেলা যোজনায় গতকাল ৭ লক্ষ ৫০ হাজার চা বাগিচার শ্রমিকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাঠানো হয়েছে। গর্ভবতী মহিলারা বিশেষ একটি প্রকল্পের উপকৃত হচ্ছেন। শ্রমিকদের কল্যাণে বিশেষ মেডিকেল ইউনিট পাঠানো হচ্ছে। তারা বিনামূল্যে ওষুধও পাচ্ছেন। এবছরের বাজেটে প্রায় ১০০০ কোটি টাকা চা শ্রমিকদের কল্যাণে বরাদ্দ করার প্রস্তাবও রয়েছে। 

প্রধানমন্ত্রী আরো জানিয়েছেন, ভারতীয় চায়ের সুনাম নষ্ট করার চক্রান্ত চলছে। ভারতীয় চায়ের বিরুদ্ধে কিছু বিদেশী শক্তি পরিকল্পনা করে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এসংক্রান্ত নথি প্রকাশ্যে এসেছে। আসামের ভূমিতে এই ধরণের চক্রান্ত সফল হতে দেওয়া হবে না, যারা এই সব ষড়যন্ত্রকারীদের সাহায্য করছে। জনসাধারণ তাদের কাছ থেকে জবাব চাইবে। “আমাদের চা বাগিচার শ্রমিকরা এই লড়াইয়ে জিতবেন। এই আক্রমণ ভারতীয় চায়ের ওপর। আমাদের চা বাগানের কর্মীদের কঠোর পরিশ্রমের কাছে যার মোকাবিলা করার ক্ষমতা নেই।”

 

 

প্রধানমন্ত্রী বলেছেন, আসামের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে অত্যাধুনিক সড়ক ও পরিকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এবং রাজ্যের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়টি বিবেচনা করেই ভারত মালা প্রকল্পের মতো অসম মালা প্রকল্প চালু করা হয়েছে। শ্রী মোদী বলেছেন, গত কয়েক বছরে রাজ্যে হাজার হাজার সড়ক তৈরি হয়েছে এবং অনেক সেতু নির্মীত হয়েছে। চওড়া রাস্তা এবং সব গ্রাম ও আধুনিক শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার মধ্য দিয়ে রাজ্যের মানুষের চাহিদা অসম মালা প্রকল্পের মধ্যে দিয়ে পূরণ হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। “এই কাজের মধ্য দিয়ে আগামী দিনে পরিকাঠামো ক্ষেত্রে অভূতপূর্ব গুরুত্ব দেওয়া হচ্ছে। এবারের বাজেটে দ্রুত উন্নয়ন ও প্রগতির দিকটি বিশেষ গুরুত্ব পেয়েছে।”

 

Click here to read full text speech

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 ডিসেম্বর 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi