সুইডেনের সিইওদের সঙ্গে আজ এক আলাপচারিতায় মিলিত হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও ব্যবসায়িক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের জন্য সুইডেন একটি মূল্যবান অংশীদার, প্রধানমন্ত্রী মোদী ভারতে বিনিয়োগের বিভিন্ন সুযোগগুলি তুলে ধরেন।
Talking trade and business ties...top CEOs interact with Prime Ministers @narendramodi and Stefan Löfven. Sweden remains a valued partner for the @makeinindia initiative. PM highlighted the various investment opportunities in India. pic.twitter.com/aj3srazu9k
— PMO India (@PMOIndia) April 17, 2018