PM Modi pays historic visit to Portugal, interacts with Indian community, highlights several aspects of India-Portugal partnership
Appreciate Portugal's participation in Yoga Day celebrations and furthering it's reach: PM Modi
India is now among the fastest growing countries in the world and is touching skies of development: PM
In the field of space, our scientists have done great work. Recently 30 nano satellites were launched: PM Modi

প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদী তাঁর ঐতিহাসিক পর্তুগাল সফরকালে এক বিশেষ আলাপচারিতায়মিলিত হনলিসবন-এ বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের এক অনুষ্ঠানে। সেখানে তিনি তাঁর বক্তব্যেতুলে ধরেন ভারত-পর্তুগাল অংশীদারিত্বের কয়েকটি বিশেষ দিক।

পর্তুগালেরভূতপূর্ব প্রধানমন্ত্রী অ্যান্টোনিও গুটেরাস-এর সঙ্গে তাঁর সাক্ষাতের কথাও এদিনস্থান পায় প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি কথা বলেন যোগাভ্যাস এবং সার্বিকস্বাস্থ্য পরিচর্যা প্রসঙ্গেও। যোগচর্চার বার্তাকে ছড়িয়ে দেওয়ার কাজে পর্তুগালেরভূমিকারও সপ্রশংস উল্লেখ করেন তিনি।

শ্রী মোদীবলেন, ভারত হল বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশশীল দেশগুলির অন্যতম। ভারতীয় মহাকাশগবেষণা সংস্থা ইসরোর প্রশংসা করে তিনি বলেন যে মহাকাশ গবেষণার ক্ষেত্রে আমাদেরবিজ্ঞানীরা অসাধ্যসাধন করেছেন। সম্প্রতি উৎক্ষিপ্ত হয়েছে ৩০টি ন্যানো উপগ্রহ।

পর্তুগালেরসাম্প্রতিক দাবানলে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেন ভারতেরপ্রধানমন্ত্রী।

পর্তুগালেরপ্রধানমন্ত্রী অ্যান্টোনিও কোস্টাকে ভারতের প্রবাসী নাগরিকের সম্মানজ্ঞাপক একটি কার্ডওউপহার দেন শ্রী নরেন্দ্র মোদী।

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...

Prime Minister Shri Narendra Modi paid homage today to Mahatma Gandhi at his statue in the historic Promenade Gardens in Georgetown, Guyana. He recalled Bapu’s eternal values of peace and non-violence which continue to guide humanity. The statue was installed in commemoration of Gandhiji’s 100th birth anniversary in 1969.

Prime Minister also paid floral tribute at the Arya Samaj monument located close by. This monument was unveiled in 2011 in commemoration of 100 years of the Arya Samaj movement in Guyana.