We must demonstrate strong collective will to defeat terror networks that cause bloodshed and spread fear: PM
Silence and inaction against terrorism in Afghanistan and our region will only embolden terrorists and their masters: PM Modi
We should all work to build stronger positive connectivity between Afghanistan and other countries of the region: PM Modi
On India’s part, our commitment to our brave Afghan brothers and sisters is absolute and unwavering: PM Modi
The welfare of Afghanistan and its people is close to our hearts and minds: PM Modi
We also plan to connect Afghanistan with India through an air transport corridor: Prime Minister Modi

ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্থানের রাষ্ট্রপতি মহামান্যডক্টর মহম্মদ আশরফ ঘানি, ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্থানের বিদেশমন্ত্রী মহামান্যসালাহুদ্দিন রব্বানি, আমার সহকর্মী মন্ত্রী অরুণ জেটলিজি, বিদেশমন্ত্রীগণ,প্রতিনিধিদলের প্রধানগণ, ভদ্রমহিলা ও ভদ্রমহাদয়গণ,

নমস্কার| সত শ্রী অকাল|

আফগানিস্থান নিয়ে হার্ট অফএশিয়া ইস্তানবুল প্রসেসের ষষ্ট মন্ত্রীপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণদেওয়াটা সম্মানের বিষয়|

এবং আমাদের বন্ধু ও সহযোগীআফগানিস্থানের রাষ্ট্রপতি আশরফ ঘানির সঙ্গে এই সম্মেলনের উদ্বোধন করাটা আরও বিশেষকরে আনন্দের|

আমার আমন্ত্রণ গ্রহণ করারজন্য ও এই সম্মেলনকে উজ্জ্বল করে তোলার জন্য মহামান্য ঘানিকে আমি ধন্যবাদ জানাই|তাছাড়া সারল্য, সৌন্দর্য ও আধ্যাত্মিকতায় ধন্য শহর অমৃতসর, যেখানে শিখদেরতীর্থস্থান স্বর্ণ মন্দির রয়েছে, সেখানে আপনাদের সবাইকে স্বাগত জানাতে পারাটা আমারকাছে গর্বের বিষয়|

এই স্থানকে শিখ গুরুরা, যারাএখানে ধ্যান করতেন, তারা পরম পবিত্র করে তুলেছেন| এটা শান্তি ও মানবতারপ্রতিমূর্তি এবং সমস্ত ধর্মের সকল মানুষের জন্য এর দ্বার উন্মুক্ত| এর সড়ক ওউদ্যান মহান শৌর্য ও অপরিমেয় আত্মাহুতির গাথাই বর্ণনা করে|

এটা এমন একটি শহর যার পত্তনএর বাসিন্দাদের গর্বিত দেশপ্রেম ও উদার মানব-প্রীতির দ্বারা হয়েছে| এবং তাঁদেরউদ্যোগের চেতনা, সৃজনশীলতা ও কঠোর শ্রমের দ্বারা হয়েছে| অমৃতসর আফগানিস্থানেরসঙ্গে উষ্ণতা ও আন্তরিকতার প্রাচীন ও সুদৃঢ় সম্পর্ক প্রতিপালন করে আসছে| প্রথম শিখগুরু বাবা গুরু নানক দেবজি’র প্রথম দিকের শিষ্যগণ ছিলেন আফগানরাই, কেননা তিনিপঞ্চদশ শতাব্দীতে কাবুলে ধর্মপ্রচার করেন|

এমনকি আজকেও পাঞ্জাবে আফগানবংশোদ্ভুত সুফি সাধক বাবা হজরত শেখ-এর মাজারে সকল ধর্মের মানুষ শ্রদ্ধা জানান,দর্শনার্থীরা আসেন আফগানিস্থান থেকেও|

আমাদের এই অঞ্চলের বাণিজ্য,জনতা ও ধারণার প্রবাহ প্রায়শই অমৃতসরে এসে সম্মিলিত হত, কেননা এশিয়ার প্রাচীন ওদীর্ঘ সড়ক—গ্র্যান্ড ট্রাঙ্ক রোড—এখান দিয়েই গিয়েছে| অমৃতসর যোগাযোগ পুনরুদ্ধারেরমূল্যকে আরও শক্তিশালী করেছে, যা আফগানিস্থানের সার্বিক প্রবৃদ্ধি, স্থায়িত্ব ওঅর্থনৈতিক স্বাচ্ছন্দের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ|

মহামান্য, ভদ্রমহিলা ওভদ্রমহোদয়গণ,

এই শতাব্দী শুরু হওয়ার পরথেকে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যাপকভাবে আফগানিস্থানের সঙ্গে সংযুক্ত হচ্ছে|বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রধান শক্তিশালী, আঞ্চলিক ও সংশ্লিষ্ট দেশগুলিরাজনৈতিক, সমাজিক, সামরিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার বহুমুখী কর্মসূচিরমাধ্যমে সহযোগিতা করছে| আমাদের আজকের এই জমায়েত আফগানিস্থানের দীর্ঘস্থায়ী শান্তিও দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থায়িত্বের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতিকেইপুনরায় নিশ্চিত করে| আমাদের কথা ও কাজ আমাদের সময়ের একটি জটিল অসমাপ্ত মিশনকেএগিয়ে নিয়ে যাওয়ার দিকে নিবদ্ধ|

এবংতা আফগানিস্থানকে সহায়তা করবে:

*এর সামাজিক, রাজনৈতিক ওপ্রাতিষ্ঠানিক পরিকাঠামকে নির্মাণ ও শক্তিশালী করার কাজে;

*বাহ্যিক হুমকি থেকে এরএলাকা ও নাগরিকদের নিরাপদ রাখার কাজে;

*এর অর্থনৈতিক ও উন্নয়নকর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য;

*এবং এর নাগরিকদের জন্য একটিস্থায়ী ও সমৃদ্ধশালী ভবিষ্যত গড়বে |

প্রকৃতপক্ষে, এটাও হচ্ছেসম্মেলনের প্রধান লক্ষ্য যা যথাযথভাবে এর মূল ভাবে ধরা পড়েছে—“প্রতিকুলতামোকাবিলা: সমৃদ্ধি অর্জন”|

প্রতিকুলতার পরিমাণ নিয়েআমাদের মধ্যে কোন সন্দেহ নেই| কিন্তু একই সঙ্গে আমরা সাফল্যের জন্য সংকল্পবদ্ধ|আমাদের গঠনমূলক উদ্যোগের ফল তাই শুধুমাত্র কষ্টার্জিত নয়, বরং মিশ্রিত| এর মধ্যেঅনেক গুরুত্বপূর্ণ সাফল্য রয়েছে| তবু আরও অনকে কিছু করার বাকি রয়েছে|

এই সময়ের দাবি হচ্ছে আমাদেরভাবনায় সুদৃঢ় থাকা ও আমাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়া| গত পনেরো বছরের সাফল্যকেআমাদের রক্ষা করতে হবে এবং তার ওপর দাঁড়িয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে|

কারণ,উন্নয়ন গণতন্ত্র ও বহুত্ববাদের লক্ষ্যে যে বিনিয়োগ তা শুধুমাত্র আফগানিস্থানেরভবিষ্যতের জন্যই নয়, বরং তা এই সম্পূর্ণ অঞ্চল ও এর বাইরের পৃথিবীরও শান্তি ওস্থায়িত্বের জন্য|

আসুন, আফগানিস্থানে আমাদেরআরও যা করতে হবে এবং যা আমাদের এড়িয়ে যেতে হবে তার জন্য গুরুত্বের সঙ্গে সাড়া দেই,যাতে এর নাগরিকরা নিজেরাই শান্তি ও আর্থিক প্রবৃদ্ধি বজায় রাখতে পারেন| উত্তর সবইরয়েছে| প্রশ্নটা হচ্ছে সংকল্প ও কর্মের| এবং আফগানিস্থান ও এর মানুষদের এগিয়েরাখা|

এরজন্য, প্রথমে একটিআফগান-নেতৃত্বাধীন, আফগান-মালিকানাধীন ও আফগান-নিয়ন্ত্রিত পদ্ধতিই হচ্ছেচালিকাশক্তি| এটাই হচ্ছে সমাধানের স্থায়িত্বের একমাত্র জামিনদার| দ্বিতীয়ত,রক্তপাত ও ভীতি সঞ্চারকারী সন্ত্রাসবাদী চক্রকে পরাজিত করার জন্য আমাদের শক্তিশালীইচ্ছাশক্তির প্রদর্শন করতে হবে|

সন্ত্রাসবাদও বাহ্যিকভাবে প্ররোচিত অস্থায়িত্ব আফগানিস্থানের শান্তি, স্থায়িত্ব ও সমৃদ্ধিরসামনে সবচেয়ে বড় হুমকির সৃষ্টি করেছে| এবং সন্ত্রাসী হিংসার ক্রমবর্ধমান চাপআমাদের সম্পূর্ণ অঞ্চলকে বিপন্ন করে তুলেছে| তাই আফগানিস্থানের শান্তির জন্য শুধুমাত্রআওয়াজ তোলাই যথেষ্ট নয়|

দৃঢ়প্রতিজ্ঞ কাজের মাধ্যমেএকে সহায়তা করতে হবে| শুধুমাত্র সন্ত্রাসবাদের শক্তির বিরুদ্ধেই নয়, বরং যারাসন্ত্রাসবাদকে সহায়তা করে, আশ্রয় দেয়, প্রশিক্ষিত করে ও অর্থ সহায়তা করে তাদেরবিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে|

আফগানিস্থান ও আমাদের এইঅঞ্চলের সন্ত্রাসবাদ নিয়ে নিরবতা ও নিষ্ক্রিয়তা শুধুমাত্র সন্ত্রাসী ও তাদেরপ্রভুদের উত্সাহিতই করবে| তৃতীয়ত আফগানিস্থানের উন্নয়ন ও মানবিক প্রয়োজনীয়তার জন্যবস্তুগত সহায়তার ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক ও আঞ্চলিক প্রতিশ্রুতি চালিয়ে যেতেহবে ও একে বর্ধিত করতে হবে|

আফগানিস্থানে আমাদেরসহযোগিতার প্রচেষ্টা এর পরিকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক দক্ষতা এবং প্রবৃদ্ধিরস্বচালিত শক্তিতে হওয়া উচিত|

চতুর্থত আফগানিস্থান ও এইঅঞ্চলের অন্যান্য দেশের মধ্যে শক্তিশালী ইতিবাচক সংযোগ তৈরি করার জন্য আমাদেরকেকাজ করতে হবে|

আমাদের এই সংযোগ ক্ষেত্রের মধ্যস্থানেথাকতে হবে আফগানিস্থানকে| আমাদের দিক থেকে আমরা আফগানিস্থানকে দক্ষিণ এশিয়া ও মধ্যএশিয়ার মধ্যে সংযোগকে শক্তিশালী করার প্রধান কেন্দ্র হিসেবে দেখি|

আমরা এটা অস্বীকার করতেপারিনা যে, আঞ্চলিক বাণিজ্য, মূলধন ও বাজারের সংযোগের মাধ্যমে আরও সংযুক্ত আফগানিস্থানতার আর্থিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে আরও সুনিশ্চিত করবে| রাষ্ট্রপতি ঘানি ও আমি এইঅঞ্চলের অন্যান্য সহযোগীদের সঙ্গে বাণিজ্য ও পরিবহন সংযোগকে শক্তিশালী করারঅগ্রাধিকারের বিষয়ে একমত|

মহামান্য,ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ,

ভারতের দিক থেকে আমাদেরসাহসী আফগান ভাই ও বোনেদের প্রতি আমাদের প্রতিশ্রুতি দ্বিধাহীন ও অটল| আফগানিস্থানও এর নাগরিকদের কল্যাণ আমাদের হৃদয় ও মনের সঙ্গে সম্পৃক্ত|

আফগানিস্থানের ছোটবড় বিভিন্নপ্রকল্পে আমাদের সহযোগিতার সফল চিত্র সেকথাই বলে| আমাদের সহযোগিতার প্রধান মাত্রাসবসময়ই হচ্ছে মানুষ-কেন্দ্রিক প্রকৃতি|

আমাদের যুগ্ম উদ্যোগ:

*আফগানিস্থানের তরুন সমাজকেশিক্ষিত করা ও তাদের দক্ষতার প্রতিপালন করা;

*স্বাস্থ্য সুরক্ষা প্রদান ওকৃষি উন্নয়ন;

*পরিকাঠামো ও প্রতিষ্ঠাননির্মাণ; এবং

*আফগানিস্থানের বণিক ওক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ভারতের অপরিমেয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সুযোগের সঙ্গেসংযুক্ত করা|

এবংএই উদ্যোগের সুবিধা আফগানিস্থানের সমস্ত অংশে পৌঁছানো| কয়েকমাস আগে চালু হওয়াহেরাত’স ইন্ডিয়া—আফগানিস্থানের বন্ধুত্বের এই বাঁধ, যাকে সালমা বাঁধও বলা হয়—সেখানকারমানুষের আর্থিক কর্মকান্ডকে পুনরুজ্জীবিত করবে|

কাবুলে পার্লামেন্ট ভবননির্মাণ আফগানিস্থানের গণতান্ত্রিক ভবিষ্যতের প্রতি আমাদের শক্তিশালীপ্রতিশ্রুতিকেই প্রতিনিধিত্ব করে| জেরাঞ্জ-দেলেরাম মহাসড়ক এবং চাহবাহারেভারত-আফগানিস্থান-ইরানের সহযোগিতা আফগানিস্থানকে এর অর্থনীতিকে দক্ষিণ এশিয়া ও এরবাইরের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্রের সঙ্গে সংযোগে সক্ষম করবে|

আমরাবিমান পথেও আফগানিস্থানকে ভারতের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা করছি|

রাষ্ট্রপতি ঘানি এবং আমিআমাদের দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও গভীর করার জন্য আরও কিছু পদক্ষেপ নিয়ে আলোচনাকরেছি| আফগানিস্থানের দক্ষতা ও সক্ষমতা নির্মাণে ভারতের বরাদ্দ আরও অতিরিক্ত একবিলিয়ন মার্কিন ডলার ব্যবহার করার বিষয় নিয়ে পরিকল্পনা তৈরিতে আমরা অগ্রসর হচ্ছি|

এটা জল ব্যবস্থাপনা,স্বাস্থ্য, পরিকাঠামো, শক্তি এবং দক্ষতা উন্নয়নের মত ক্ষেত্রগুলিতে সহায়তা করবে|ভারত যেহেতু এর অতিরিক্ত অঙ্গীকার রুপায়ণ করছে, তাই আমরা আফগানিস্থানের উন্নয়নেরজন্য সমমনস্ক অন্যান্য সহযোগীদের সঙ্গেও কাজ করতে প্রস্তুত|

এইবছর অক্টোবরে ব্রাসেলস সম্মেলনে এবং জুলাই মাসে ন্যাটোর ওয়ারশ’ শিখর সম্মেলনআন্তর্জাতিক প্রতিশ্রুতি লক্ষ্য করেও আমরা আনন্দিত| আফগানিস্থানকে সহায়তা করারআকাঙ্ক্ষা ও নিষ্ঠাকে আরও বৃদ্ধি করার জন্য আমরা ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাব|এর ফলে চলতে থাকা প্রকল্পগুলিতে কাজ করার সুবাদে আমাদের পারস্পরিক অভিজ্ঞতা থেকেআমরা অনেক কিছু শিখেছি|

মহামান্য, ভদ্রমহিলা ওভদ্রমহোদয়গণ,

আমাদের মনে রাখতে হবে যেপ্রতিদিন আমরা আফগানিস্থানকে এর সফল রাজনৈতিক, নিরাপত্তা ও আর্থিক রুপান্তরের জন্যসহায়তার মাধ্যমে আমাদের এই অঞ্চল ও বিশ্বকে শান্তিপূর্ণ রাখার জন্য আমরা নিজেদেরকেসহায়তা করছি|

আমি আশা করছি যে আপনাদেরআলোচনা গঠনমূলক ও দূরদর্শী পথ তৈরি করবে, যা থেকে হবে:

*বিরোধের জায়গায় সহযোগিতা,

*প্রয়োজনের জায়গায় উন্নয়নএবং সন্ত্রাসবাদের জায়গায় নিরাপত্তা|

আসুন আফগানিস্থানকে শান্তিরস্থান হিসেবে তৈরিতে আমরা নিজেদেরকে পুনরায় সমর্পিত করি| এমন একটি স্থান যেখানেযুক্তি ও শান্তি সফল হবে; উন্নয়ন ও সমৃদ্ধি বিরাজমান থাকবে এবং গণতন্ত্র ওবহুত্ববাদ জয়ী হবে|

আপনাদের ধন্যবাদ|

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
'You Are A Champion Among Leaders': Guyana's President Praises PM Modi

Media Coverage

'You Are A Champion Among Leaders': Guyana's President Praises PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi congratulates hockey team for winning Women's Asian Champions Trophy
November 21, 2024

The Prime Minister Shri Narendra Modi today congratulated the Indian Hockey team on winning the Women's Asian Champions Trophy.

Shri Modi said that their win will motivate upcoming athletes.

The Prime Minister posted on X:

"A phenomenal accomplishment!

Congratulations to our hockey team on winning the Women's Asian Champions Trophy. They played exceptionally well through the tournament. Their success will motivate many upcoming athletes."