প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদী রবিবার ঘোঘা এবং দহেজ-এর মধ্যে রোল-অন, রোল-অফ (রোরো) ফেরি সার্ভিসের প্রথমপর্যায়ের উদ্বোধন করেন। এর ফলে সৌরাষ্ট্রের ঘোঘা এবং দক্ষিণ গুজরাটের দহেজ-এর মধ্যেযাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এই দুটি স্হানের মধ্যে সড়কযোগে পৌঁছতেসময় লাগতো ৭ থেকে ৮ ঘন্টার মতো। কিন্তু রোরো ফেরি সার্ভিসের প্রথম পর্যায়েরউদ্বোধনের সঙ্গে সঙ্গে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে সময় লাগবে মাত্র এক ঘন্টার কিছুবেশি। ফেরি সার্ভিসের প্রথম পর্যায়ে যাত্রী চলাচলের প্রসার ঘটবে। কিন্তু ফেরিসার্ভিসটি পুরোপুরি চালু হয়ে গেলে একই সঙ্গে যাত্রী ও যান পারাপার করতে পারবে।
এদিনপ্রধানমন্ত্রী ভাবনগর জেলা সমবায় দুধ উৎপাদন সমিতির সর্বোত্তম পশুখাদ্যপ্রকল্পটিরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এইউপলক্ষে এক বিশাল সমাবেশে ভাষণদানকালে শ্রী মোদী বলেন, গুজরাটের নববর্ষেরঅভিনন্দনবার্তা নিয়ে তিনি আজ সেখানে সশরীরে উপস্হিত থাকতে পেরে বিশেষভাবে আনন্দিত।ঘোঘা এবং দহেজ-এর মধ্যে নতুন ফেরি সার্ভিস চালু হওয়ার ঘটনাকে সমগ্র দেশের পক্ষেখুবই গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন তিনি। প্রধানমন্ত্রীর মতে গুজরাটের অধিবাসীদেরজন্য তাঁর এক স্বপ্নের প্রকল্পের আজ বাস্তবায়ন ঘটলো। এই ধরনের ফেরি সার্ভিস যে এইপ্রথম চালু হচ্ছে এ কথারও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীবলেন, মানব সভ্যতার ইতিহাসে নদ-নদী এবং নৌ-বাণিজ্যের গুরুত্বের কথা বিধৃত রয়েছে। গুজরাটহল লোথালদের পীঠস্হান। ইতিহাসের এই বিশিষ্টতাকে আমরা কখনই বিস্মৃত হতে পারি না।
শ্রীমোদী বলেন, আজকের এই ঘটনা বা কর্মসূচি আমাদের অতীত গৌরবকে আবার নতুন করে জীবনদানকরল, সৌরাষ্ট্রের সঙ্গে যুক্ত হল দক্ষিণ গুজরাট। এই দুটি অঞ্চলের জনসাধারণকে ঘনঘনযাতায়াত করতে হয়। তাই চালু হওয়া এই নতুন ফেরি সার্ভিসটি জ্বালানি সাশ্রয়েরপাশাপাশি সময়েরও সাশ্রয় ঘটাবে।
গুজরাটেরসার্বিক উন্নয়নে গত তিন বছরে যে বিশেষ নজর ও গুরুত্ব দেওয়া হয়েছে একথাও প্রসঙ্গততুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গুজরাটে রয়েছে এক সুবিস্তৃত উপকূলরেখা। তাইএর সুযোগ-সুবিধাগুলিকেও আমাদের কাজে লাগানো প্রয়োজন। এই বিষয়টিকে সামনে রেখে উপকূলঅঞ্চলের পরিকাঠামোর প্রসারে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এইধরনের ফেরি সার্ভিস শুধুমাত্র একটি রুটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে ঘোষণা করেনপ্রধানমন্ত্রী। তিনি বলেন, ফেরি সার্ভিসের মাধ্যমে যুক্ত করা হবে অন্যান্য স্হান ওঅঞ্চলগুলিকেও। পরিবহণ ক্ষেত্রকে সুসংবদ্ধ এবং অত্যাধুনিক করে তোলা যে কেন্দ্রীয়সরকারের এক বিশেষ লক্ষ্য ও উদ্দেশ্য, এ কথাও প্রকাশ করেন তিনি।
ঘোঘাথেকে দহেজ পর্যন্ত চালু হওয়া প্রথম ফেরি সার্ভিসটিতে সফর করেন প্রধানমন্ত্রী।সফরকালে জাহাজ ও ফেরি সার্ভিসের খুঁটিনাটি সম্পর্কে অবহিত করা হয় তাঁকে। জাহাজেরআরোহী কয়েকজন দিব্যাঙ্গ শিশুর সঙ্গেও আলাপচারিতায় মেতে ওঠেন শ্রী নরেন্দ্র মোদী।
দহেজ-এআয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের চিন্তাভাবনা ওদৃষ্টিভঙ্গীর মূলে রয়েছে ‘ সমৃদ্ধিরলক্ষ্যে বন্দরোন্নয়ন ’ । কারণ উপযুক্ত সংযোগ ও যোগাযোগব্যবস্হা ছাড়া জাতির অর্থনৈতিক উন্নয়নের গতি শ্লথ বা মন্থর হয়ে পড়তে বাধ্য। তাইবন্দরের পরিকাঠামো প্রসারের ওপর বিশেষ দৃষ্টি দিয়েছে তাঁর সরকার।
নীল অর্থনীতির ওপর-ও যে কেন্দ্রীয় সরকার বিশেষ গুরুত্ব আরোপকরেছে এ কথাও প্রসঙ্গত উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এক নতুন ভারত গড়ে তোলারস্বপ্নকে সফল করে তুলতে নীল অর্থনীতির অপরিহার্যতা অনস্বীকার্য।
I am happy to be in Gujarat to personally convey new year greetings. This programme may be for a ferry between Ghogha and Dahej but this programme is of vital importance for the entire nation: PM @narendramodi pic.twitter.com/jpFV6tlcjn
— PMO India (@PMOIndia) October 22, 2017
Ferry service is a first of sorts. Its a dream come true for people of Gujarat. I am also here with regard to a project in dairy sector, a sector to which we have given immense importance over the last two decades. I urge people to explore opportunities in animal husbandry: PM pic.twitter.com/xPC0SBjVoe
— PMO India (@PMOIndia) October 22, 2017
The history of human civilisation illustrates the vitality of rivers and maritime trade. Gujarat is the land of Lothal. How can we forget these aspects of our history. This programme is to bring back to life our glorious past, connect Saurashtra & South Gujarat: PM @narendramodi pic.twitter.com/lGylk55HXF
— PMO India (@PMOIndia) October 22, 2017
Imagine how much time and petrol this ferry service will save. This ferry service connects Saurashtra and South Gujarat...people from these regions frequently travel to and fro: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 22, 2017
When I was serving as CM, I faced hostility from the then Central Government. Efforts were made to stall industries and the state's growth. Over the last three years we have changed that and given importance to the development of Gujarat: PM @narendramodi pic.twitter.com/0GGdQQM2Sp
— PMO India (@PMOIndia) October 22, 2017
Gujarat is blessed with a long coastline and we should harness opportunities arising due to this. We took steps in developing coastal infrastructure: PM @narendramodi pic.twitter.com/BRrx6lbzvl
— PMO India (@PMOIndia) October 22, 2017
This ferry service will not be restricted to this one route. We are planning to link other places also through ferries: PM @narendramodi pic.twitter.com/tqpFp0J7Bh
— PMO India (@PMOIndia) October 22, 2017
Sadly, our transport sector was not integrated enough. We have changed that in the last three years. The goal is to make our transport sector integrated and state of the art: PM @narendramodi pic.twitter.com/ac5uY3yhQc
— PMO India (@PMOIndia) October 22, 2017