QuoteThe history of human civilisation illustrates the vitality of rivers and maritime trade: PM Modi
QuoteRo-Ro ferry service will bring back to life our glorious past and connect Saurashtra with South Gujarat: PM Modi
QuoteIn the last three years, a lot of importance has been given to the development of Gujarat: PM Modi
QuoteGujarat has a long coastline, steps have been taken in developing coastal infrastructure: PM Modi

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদী রবিবার ঘোঘা এবং দহেজ-এর মধ্যে রোল-অন, রোল-অফ (রোরো) ফেরি সার্ভিসের প্রথমপর্যায়ের উদ্বোধন করেন। এর ফলে সৌরাষ্ট্রের ঘোঘা এবং দক্ষিণ গুজরাটের দহেজ-এর মধ্যেযাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এই দুটি স্হানের মধ্যে সড়কযোগে পৌঁছতেসময় লাগতো ৭ থেকে ৮ ঘন্টার মতো। কিন্তু রোরো ফেরি সার্ভিসের প্রথম পর্যায়েরউদ্বোধনের সঙ্গে সঙ্গে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে সময় লাগবে মাত্র এক ঘন্টার কিছুবেশি। ফেরি সার্ভিসের প্রথম পর্যায়ে যাত্রী চলাচলের প্রসার ঘটবে। কিন্তু ফেরিসার্ভিসটি পুরোপুরি চালু হয়ে গেলে একই সঙ্গে যাত্রী ও যান পারাপার করতে পারবে।

|

এদিনপ্রধানমন্ত্রী ভাবনগর জেলা সমবায় দুধ উৎপাদন সমিতির সর্বোত্তম পশুখাদ্যপ্রকল্পটিরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এইউপলক্ষে এক বিশাল সমাবেশে ভাষণদানকালে শ্রী মোদী বলেন, গুজরাটের নববর্ষেরঅভিনন্দনবার্তা নিয়ে তিনি আজ সেখানে সশরীরে উপস্হিত থাকতে পেরে বিশেষভাবে আনন্দিত।ঘোঘা এবং দহেজ-এর মধ্যে নতুন ফেরি সার্ভিস চালু হওয়ার ঘটনাকে সমগ্র দেশের পক্ষেখুবই গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন তিনি। প্রধানমন্ত্রীর মতে গুজরাটের অধিবাসীদেরজন্য তাঁর এক স্বপ্নের প্রকল্পের আজ বাস্তবায়ন ঘটলো। এই ধরনের ফেরি সার্ভিস যে এইপ্রথম চালু হচ্ছে এ কথারও উল্লেখ করেন তিনি।

|

প্রধানমন্ত্রীবলেন, মানব সভ্যতার ইতিহাসে নদ-নদী এবং নৌ-বাণিজ্যের গুরুত্বের কথা বিধৃত রয়েছে। গুজরাটহল লোথালদের পীঠস্হান। ইতিহাসের এই বিশিষ্টতাকে আমরা কখনই বিস্মৃত হতে পারি না।

|

শ্রীমোদী বলেন, আজকের এই ঘটনা বা কর্মসূচি আমাদের অতীত গৌরবকে আবার নতুন করে জীবনদানকরল, সৌরাষ্ট্রের সঙ্গে যুক্ত হল দক্ষিণ গুজরাট। এই দুটি অঞ্চলের জনসাধারণকে ঘনঘনযাতায়াত করতে হয়। তাই চালু হওয়া এই নতুন ফেরি সার্ভিসটি জ্বালানি সাশ্রয়েরপাশাপাশি সময়েরও সাশ্রয় ঘটাবে।

গুজরাটেরসার্বিক উন্নয়নে গত তিন বছরে যে বিশেষ নজর ও গুরুত্ব দেওয়া হয়েছে একথাও প্রসঙ্গততুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গুজরাটে রয়েছে এক সুবিস্তৃত উপকূলরেখা। তাইএর সুযোগ-সুবিধাগুলিকেও আমাদের কাজে লাগানো প্রয়োজন। এই বিষয়টিকে সামনে রেখে উপকূলঅঞ্চলের পরিকাঠামোর প্রসারে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এইধরনের ফেরি সার্ভিস শুধুমাত্র একটি রুটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে ঘোষণা করেনপ্রধানমন্ত্রী। তিনি বলেন, ফেরি সার্ভিসের মাধ্যমে যুক্ত করা হবে অন্যান্য স্হান ওঅঞ্চলগুলিকেও। পরিবহণ ক্ষেত্রকে সুসংবদ্ধ এবং অত্যাধুনিক করে তোলা যে কেন্দ্রীয়সরকারের এক বিশেষ লক্ষ্য ও উদ্দেশ্য, এ কথাও প্রকাশ করেন তিনি।

|

ঘোঘাথেকে দহেজ পর্যন্ত চালু হওয়া প্রথম ফেরি সার্ভিসটিতে সফর করেন প্রধানমন্ত্রী।সফরকালে জাহাজ ও ফেরি সার্ভিসের খুঁটিনাটি সম্পর্কে অবহিত করা হয় তাঁকে। জাহাজেরআরোহী কয়েকজন দিব্যাঙ্গ শিশুর সঙ্গেও আলাপচারিতায় মেতে ওঠেন শ্রী নরেন্দ্র মোদী।

দহেজ-এআয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের চিন্তাভাবনা ওদৃষ্টিভঙ্গীর মূলে রয়েছে ‘ সমৃদ্ধিরলক্ষ্যে বন্দরোন্নয়ন ’ । কারণ উপযুক্ত সংযোগ ও যোগাযোগব্যবস্হা ছাড়া জাতির অর্থনৈতিক উন্নয়নের গতি শ্লথ বা মন্থর হয়ে পড়তে বাধ্য। তাইবন্দরের পরিকাঠামো প্রসারের ওপর বিশেষ দৃষ্টি দিয়েছে তাঁর সরকার।

|

নীল অর্থনীতির ওপর-ও যে কেন্দ্রীয় সরকার বিশেষ গুরুত্ব আরোপকরেছে এ কথাও প্রসঙ্গত উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এক নতুন ভারত গড়ে তোলারস্বপ্নকে সফল করে তুলতে নীল অর্থনীতির অপরিহার্যতা অনস্বীকার্য।

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

  • Durga Parmar November 03, 2024

    jay modi
  • Mahendra singh Solanki Loksabha Sansad Dewas Shajapur mp November 15, 2023

    नमो नमो नमो नमो नमो
Explore More
প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

জনপ্রিয় ভাষণ

প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
Most NE districts now ‘front runners’ in development goals: Niti report

Media Coverage

Most NE districts now ‘front runners’ in development goals: Niti report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সর্বোচ্চ অসামরিক সম্মান প্রধানমন্ত্রী মোদীকে প্রদান করা হয়েছে
July 09, 2025

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করেছে একাধিক দেশ। এই স্বীকৃতিগুলি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গির প্রতিফলন যা বিশ্ব মঞ্চে ভারতের উত্থানকে মজবুত করেছে। এটি বিশ্বের অন্যান্য দেশগুলির সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পর্ককেও প্রতিফলিত করে।

 আসুন, গত সাত বছরে প্রধানমন্ত্রী মোদীকে প্রদান করা পুরস্কারগুলি দেখে নেওয়া যাক।

দেশের প্রদান করা পুরস্কারগুলি:

১. ২০১৬ সালের এপ্রিলে সৌদি আরব সফরকালে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান - কিং আব্দুল আজিজ সাশ-এ ভূষিত করা হয়েছে। প্রিন্স সালমান বিন আবদুল আজিজ প্রধানমন্ত্রীকে এই পুরস্কার প্রদান করেন।

|

২. একই বছর, প্রধানমন্ত্রী মোদীকে আফগানিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান - আমির আমানউল্লাহ খান পুরস্কার প্রদান করা হয়েছিল।

|

৩. ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ফিলিস্তিনে ঐতিহাসিক সফর করেন, তখন তাঁকে গ্র্যান্ড কলার অব দ্য স্টেট অব প্যালেস্তাইন পুরস্কার প্রদান করা দেওয়া হয়। এটি বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া ফিলিস্তিনের সর্বোচ্চ সম্মান।

|

৪. ২০১৯ সালে প্রধানমন্ত্রীকে অর্ডার অব জায়েদ পুরস্কারে ভূষিত করা হয়। এটি সংযুক্ত আরব আমিরশাহীর সর্বোচ্চ অসামরিক সম্মাননা।

|

৫. ২০১৯ সালে রাশিয়া প্রধানমন্ত্রী মোদীকে তাদের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করেছে - অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু। 

৬. ২০১৯ সালে প্রধানমন্ত্রী মোদীকে বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া মালদ্বীপের সর্বোচ্চ সম্মান - অর্ডার অফ দ্য ডিসটিনগুইশড রুল অফ নিশান ইজ্জুদ্দিন প্রদান করা হয়েছে।

|

৭. ২০১৯ সালে বাহরিন সরকারের তরফে প্রধানমন্ত্রী মোদীকে কিং হামাদ অর্ডার অব দ্য রেনিয়াস্য়ান্স সম্মানে ভূষিত করা হয়।

|

৮. ২০২০ সালে মার্কিন সরকার প্রধানমন্ত্রী মোদীকে লিজিয়ন অব মেরিট সম্মানে ভূষিত করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর দেওয়া পুরস্কার যা ব্যতিক্রমী মেধাবী আচরণের জন্য এই পুরস্কার দেওয়া হয়।

৯. ২০২১ সালের ডিসেম্বরে ভুটান প্রধানমন্ত্রী মোদীকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান - অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপোতে ভূষিত করেছে।

সর্বোচ্চ অসামরিক সম্মান ছাড়াও, বিশ্বজুড়ে মর্যাদাপূর্ণ সংস্থাগুলি প্রধানমন্ত্রী মোদীকে বেশ কয়েকটি পুরস্কার প্রদান করেছে।

১. সিওল শান্তি পুরস্কার: মানবজাতির সম্প্রীতি, জাতি এবং বিশ্বের মধ্যে পুনর্মিলন বিষয়ে সিউল পিস প্রাইজ কালচারাল ফাউন্ডেশন এই পুরস্কার প্রদান করে। ২০১৮ সালে প্রধানমন্ত্রী মোদীকে এই পুরস্কারে ভূষিত করে হয়েছিল।

|

২. রাষ্ট্রসঙ্ঘের চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড: এটি রাষ্ট্রসঙ্ঘের সর্বোচ্চ পরিবেশগত সম্মান। পরিবেশ রক্ষার স্বার্থে সাহসী ভূমিকার জন্য ২০১৮ সালে রাষ্ট্রসঙ্ঘ প্রধানমন্ত্রী মোদীকে এই পুরস্কারে ভূষিত করেছে।

|

৩. ২০১৯ সালে প্রধানমন্ত্রী মোদীকে প্রথম ফিলিপ কোটলার প্রেসিডেনশিয়াল পুরস্কার প্রদান করেছে। প্রতি বছর রাষ্ট্রের একজন নেতাকে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের শংসাপত্রে বলা হয়েছে, দেশকে অসাধারণ নেতৃত্বদানের জন্য প্রধানমন্ত্রী মোদীকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হল।

|

৪. ২০১৯ সালে বিল ও মিলিন্ডা গেটস্‌ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীকে স্বচ্ছ ভারত অভিযানের স্বীকৃতি-স্বরূপ ‘গ্লোবাল গোলকিপার’ পুরস্কার প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী এই পুরস্কার সেইসব ভারতীয়কে উৎসর্গ করেন, যাঁরা স্বচ্ছ ভারত অভিযানকে গণআন্দোলনের রূপ দিয়েছেন এবং এই অভিযানকে নিজেদের জীবনের অঙ্গ করে তুলেছেন।

|

৫. ২০২১ সালে কেমব্রিজ এনার্জি রিসার্চ অ্যাসোসিয়েটস বা সিইআরএ প্রধানমন্ত্রী মোদীকে আন্তর্জাতিক শক্তি ও পরিবেশ নেতৃত্ব পুরস্কার প্রদান করেছে। আন্তর্জাতিক স্তরে শক্তি ও পরিবেশের বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়ণে নেতৃত্বের অঙ্গীকারকে স্বীকৃতি দিতে এই পুরস্কার দেওয়া হয়।.