নয়াদিল্লির সংসদ ভবনের অ্যানেক্স এক্সটেনশন বিল্ডিং-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই বিল্ডিং-এ বিভিন্ন সংসদীয় কমিটির অফিস থাকবে। এই অনুষ্ঠানে লোকসভার অধ্যক্ষ শ্রীমতী সুমিত্রা মহাজন, কেন্দ্রীয় সার ও রসায়ন তথা সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী অনন্ত কুমার এবং কেন্দ্রীয় পল্লী উন্নয়ন, পঞ্চায়েতি রাজ, পানীয় জল ও স্বাস্থ্য ব্যবস্থা এবং নগরোন্নয়ন মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমারও উপস্থিত ছিলেন।