QuoteWe live in an era in which connectivity is all important: PM Modi
QuoteGovernance cannot happen when the dominant thought process begins at 'Mera Kya' and ends at 'Mujhe Kya’: PM Modi
QuoteAtal Bihari Vajpayee Ji is the 'Bharat Marg Vidhata.' He has shown us the way towards development: PM Modi

নয়ডা ও দিল্লির মধ্যে একটি নতুন মেট্রো সংযোগের আজ সূচনা করলেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। নয়ডার বোটানিক্যাল গার্ডেন থেকে দক্ষিণ দিল্লিরকালকাজি মন্দির পর্যন্ত দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনের উদ্বোধন উপলক্ষেবোটানিক্যাল গার্ডেন মেট্রো স্টেশনে একটি ফলকের আবরণ উন্মোচন করেন তিনি। পরে, একজনসমাবেশে ভাষণ দেওয়ার আগে এক সংক্ষিপ্ত মেট্রো সফরেও অংশ গ্রহণ করেন শ্রীনরেন্দ্র মোদী।  

|

এই উপলক্ষে প্রদত্ত তাঁর ভাষণে দেশবাসীকে ক্রিসমাসের শুভেচ্ছা ও অভিনন্দনজানান প্রধানমন্ত্রী। দুই ভারতরত্ন পণ্ডিত মদন মোহন মালব্য এবং প্রাক্তনপ্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনের সঙ্গে এই দিনটি সম্পৃক্ত বলেউল্লেখ করেন তিনি।     

প্রধানমন্ত্রী বলেন, উত্তর প্রদেশের জনসাধারণের কল্যাণে এক স্থায়ী ওশক্তিশালী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রীতি ও ভালোবাসার জন্য উত্তর প্রদেশবাসীরকাছে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন।  

|

শ্রী মোদী বলেন, আমরা বর্তমানে এমন এক যুগে বাস করছি, যখন সংযোগ ওযোগাযোগের বিষয়টি হয়ে উঠেছে খুবই গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে উদ্বোধন করা নতুনমেট্রো পথটি শুধু বর্তমান প্রজন্মকেই নয়, ভবিষ্যৎ প্রজন্মগুলিকেও পরিষেবা দিয়েযাবে। আগামী ২০২২ সালে দেশের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তির কথা স্মরণ করিয়ে দিয়েতিনি বলেন, তিনি এমনই এক স্বপ্নের ভারত দেখতে আগ্রহী যেখানে পেট্রোল আমদানিরপ্রয়োজন হবে ন্যূনতম। এই লক্ষ্য পূরণে অত্যাধুনিক গণপরিবহণ ব্যবস্থা একান্ত জরুরি। 

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি ২০০২-এর ডিসেম্বরে দিল্লিমেট্রোতে সফর করেছিলেন। এই ঘটনা স্মরণ করিয়ে দিয়ে শ্রী মোদী বলেন যে, সেই সময় থেকেজাতীয় রাজধানী অঞ্চলে মেট্রো নেটওয়ার্কের সম্প্রসারণ ঘটেছে উল্লেখযোগ্যভাবে।  

|

‘আমার কি’ এবং ‘আমাকে কেন’ – এই ধরণের চিন্তাভাবনা যদি মনের মধ্যে স্থানপায়, তা হলে সুপ্রশাসন ও সুপরিচালন যে কখনই বাস্তবায়িত হতে পারে না, একথা বিশেষজোরের সঙ্গে ব্যক্ত করেন শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, তবে এই ধরণের মানসিকতারবর্তমানে অনেকটাই পরিবর্তন ঘটেছে। কেন্দ্রের বর্তমান সরকারের কাছে রাজনৈতিক মুনাফাঅর্জনের লক্ষ্যে নয়, বরং জাতীয় স্বার্থেই সিদ্ধান্ত গ্রহণ জরুরি বলে ঘোষণা করেনতিনি।   

|

প্রধানমন্ত্রী বলেন, অতীতের সরকারগুলি নতুন নতুন আইন প্রণয়ন করতেই গর্ববোধকরত। কিন্তু বর্তমান সরকার আগ্রহী অপ্রচলিত আইনগুলিকে বাতিল করার কাজে। কারণ,মান্ধাতা আমলের অপ্রচলিত আইন জরুরি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতাসৃষ্টি করে।  

|

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অভিনন্দিত করে শ্রী নরেন্দ্রমোদী বলেন, সুপ্রশাসনের ওপর গুরুত্ব আরোপ করায় এই রাজ্যটি উন্নয়নের এক নতুনউচ্চতায় আরোহণ করতে চলেছে। নয়ডা’কে ঘিরে যে সমস্ত রটনা ও জল্পনা-কল্পনা ছিল, তাদূর করার কৃতিত্ব যোগী আদিত্যনাথের বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যদিকেউ ভেবে থাকেন যে, কোনও একটি স্থান সফর করলে তাঁর মুখ্যমন্ত্রী পদের মেয়াদ কমেযাবে এবং ঐ স্থানটি সফর না করলে তিনি দীর্ঘদিনের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীনথাকবেন, তা হলে সেই ব্যক্তি কখনই মুখ্যমন্ত্রী পদের যোগ্য নন। 

|

রেল পরিকাঠামো, সড়ক নেটওয়ার্কের সম্প্রসারণ এবং পুনর্নবীকরণযোগ্য জ্বালানিক্ষেত্রের ক্রমপ্রসারের মতো বিষয়গুলিও প্রধানমন্ত্রী স্পর্শ করে যান তাঁর এদিনেরভাষণে। শ্রী অটল বিহারী বাজপেয়ীকে তিনি বর্ণনা করেন ‘ভারত মার্গ বিধাতা’ রূপে।তিনি বলেন, ভারতের উন্নয়ন লক্ষ্যের দিশারি হলেন অটলজি।   

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর ভাষণে প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন যে, দেশের রাজনীতিকে নতুনভাবে অর্থবহকরে তুলেছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী। উন্নয়নের পথ ধরেই যে আমাদের আরও এগিয়েযেতে হবে একথার প্রবক্তা শ্রী নরেন্দ্র মোদী স্বয়ং। 

Click here to read the full text speech

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
India's first microbiological nanosat, developed by students, to find ways to keep astronauts healthy

Media Coverage

India's first microbiological nanosat, developed by students, to find ways to keep astronauts healthy
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 20 ফেব্রুয়ারি 2025
February 20, 2025

Citizens Appreciate PM Modi's Effort to Foster Innovation and Economic Opportunity Nationwide