প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদী আজ আজমির শরিফে, খাজা মইনুদ্দীন চিস্তির দরগায় দেওয়ার জন্য একটি চাদর,সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুক্তার আব্বাস নাকভির হাতে তুলে দেন।
প্রধানমন্ত্রী খাজামইনুদ্দীন চিস্তির বার্ষিক উরস্ উপলক্ষে, সারা বিশ্বে তাঁর অগনিত অনুগামীদেরঅভিনন্দন ও শুভেচ্ছা জানান।