গুডফ্রাইডে উপলক্ষে ভগবান যীশু খ্রিষ্টের নির্ভীকতা ও সহমর্মিতার কথা স্মরণ করলেনপ্রধানমন্ত্রী। এক বার্তায় তিনি বলেছেন :
“গুডফ্রাইডের দিনটিতে ভগবান যীশু খ্রিষ্টের নির্ভীকতা ও সহমর্মিতার কথা আমরা স্মরণকরি। অন্যের সেবায় এবং ব্যথা, দুঃখ-কষ্ট তথা অবিচার বন্ধ করতে তিনি তাঁর জীবনউৎসর্গ করেছিলেন।”
On Good Friday we recall the courage and compassion of Lord Christ. He dedicated his life to serving others and removing injustice, pain as well as unhappiness from society.
— Narendra Modi (@narendramodi) March 30, 2018