PM Modi inaugurates Deendayal Hastkala Sankul – a trade facilitation centre for handicrafts in Varanasi
PM Modi flags off Varanasi-Vadodra Mahamana Express, lays foundation stone for several development projects
Trade facilitation centre would result in increased demand of handicrafts, and also boost the tourism potential of Varanasi: PM
Solution to all problems is through development, Government is focused on bringing about positive change in the lives of the poor: PM
India is progressing rapidly today, and firm decisions are being taken in the interest of the nation: PM Modi

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বারাণসী’তে‘দীনদয়াল হস্তকলা সঙ্কুল’ নামে একটি হস্তশিল্পের বাণিজ্যিক বিপণন কেন্দ্র জাতিরউদ্দেশে উৎসর্গ করেছেন। প্রধানমন্ত্রী ২০১৪ সালের নভেম্বর মাসে এই কেন্দ্রেরভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজ তিনি ঐ কেন্দ্রটি ঘুরে দেখেন এবং কেন্দ্রটিউৎসর্গ করার জন্য মঞ্চে আসার আগে এই কেন্দ্রে বিভিন্ন ধরনের সু্যোগ-সুবিধার বিষয়েতাঁকে অবহিত করা হয়। 

শ্রী নরেন্দ্র মোদী আজ এক ভিডিও লিঙ্কের মাধ্যমেমহামানা এক্সপ্রেসের যাত্রা সূচনা করেন। এই ট্রেনটি বারাণসীর সঙ্গে সুরাট এবংগুজরাটের ভদোদরার মধ্যে সংযোগ স্থাপন করবে।

এছাড়াও, প্রধানমন্ত্রী শহরে বিভিন্ন ধরনেরউন্নয়মূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং বেশ কয়েকটি প্রকল্প জাতিরউদ্দেশে উৎসর্গ করেন। তিনি উৎকর্ষ ব্যাঙ্কের ব্যাঙ্কিং পরিষেবারও উদ্বোধন করেন। এইব্যাঙ্কের সদর দপ্তরের ভবনেরও তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করে একটি ফলক উন্মোচনকরেন। 

প্রধানমন্ত্রী ভিডিও লিঙ্কের মাধ্যমে একটি জলঅ্যাম্বুলেন্স পরিষেবা এবং একটি জল শববাহন পরিষেবা বারাণসীর জনগণের জন্য উৎসর্গ করেন।তিনি তন্তুবায় ও তাঁদের সন্তানদের জন্য ‘টুল-কিটস্‌’ ও সৌরবাতি প্রদান করেন। 

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,একটি মঞ্চের একটি অনুষ্ঠান থেকেই ১ হাজার কোটি টাকার সমতুল বিভিন্ন প্রকল্পের হয়ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে অথবা জাতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে।

তিনি ‘দীনদয়াল হস্তকলা সঙ্কুল’-এর মতো হস্তশিল্পেরবাণিজ্য পরিষেবা কেন্দ্রকে দীর্ঘ সময়ের মধ্যে বারাণসীর জন্য অন্যতম বৃহৎ প্রকল্পহিসাবে বর্ণনা করেন। তিনি বলেন, এই কেন্দ্রটি হস্তশিল্পী ও তন্তুবায়দের হাতের কাজও কর্মদক্ষতা বিশ্বের কাছে তুলে ধরার ব্যবস্থা করবে এবং তাঁদের জন্য এক উজ্জ্বলভবিষ্যতের সূচনা করবে। তিনি এই শহরে আগত পর্যটকদের এই কেন্দ্রে আসার জন্য উৎসাহদিতে সাধারণ মানুষের কাছে আহ্বান জানান। এর ফলে, হস্তশিল্পের চাহিদা আরও বৃদ্ধিপাবে ও বারাণসীর পর্যটনের সম্ভাবনা উন্নত করবে এবং শহরের অর্থনীতির উন্নয়নেও সহায়কহবে।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের মধ্যেই সব সমস্যারসমাধান লুকিয়ে আছে। তিনি বলেন, সরকার দরিদ্র মানুষের জীবনে সদর্থক পরিবর্তন আনারদিকে দৃষ্টি নিবদ্ধ করেছে। এই প্রসঙ্গে তিনি উৎকর্ষ ব্যাঙ্কের কর্মোদ্যোগের বিশেষপ্রশংসা করেন।

 

জল অ্যাম্বুলেন্স এবং জল শববাহন পরিষেবার সূচনাপ্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জলপথের মাধ্যমেও উন্নয়নের উদ্যোগ এই কাজের মধ্য দিয়েপ্রতিফলিত হয়েছে। 

মহামানা এক্সপ্রেস প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,২০১৪ সালে সংসদীয় নির্বাচনে তিনি যে দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন,সেই ভদোদরা ও বারাণসীর মধ্যে রেলের মাধ্যমে যোগাযোগ স্থাপিত হ’ল। 

প্রধানমন্ত্রী বলেন, দেশ বর্তমানে দ্রুত গতিতেএগিয়ে চলেছে এবং জাতির স্বার্থে বেশ কিছু দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন,ভারতের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের উন্নয়নের মধ্যে সামঞ্জস্য বিধান হওয়া দরকার। আজযেসব প্রকল্পের সূচনা হয়েছে তার মধ্য দিয়ে এই লক্ষ্য পূরণে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

 

 

 

Click here to read full text of speech

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Snacks, Laughter And More, PM Modi's Candid Moments With Indian Workers In Kuwait

Media Coverage

Snacks, Laughter And More, PM Modi's Candid Moments With Indian Workers In Kuwait
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM to attend Christmas Celebrations hosted by the Catholic Bishops' Conference of India
December 22, 2024
PM to interact with prominent leaders from the Christian community including Cardinals and Bishops
First such instance that a Prime Minister will attend such a programme at the Headquarters of the Catholic Church in India

Prime Minister Shri Narendra Modi will attend the Christmas Celebrations hosted by the Catholic Bishops' Conference of India (CBCI) at the CBCI Centre premises, New Delhi at 6:30 PM on 23rd December.

Prime Minister will interact with key leaders from the Christian community, including Cardinals, Bishops and prominent lay leaders of the Church.

This is the first time a Prime Minister will attend such a programme at the Headquarters of the Catholic Church in India.

Catholic Bishops' Conference of India (CBCI) was established in 1944 and is the body which works closest with all the Catholics across India.