PM Modi attends swearing in ceremony of Uttar Pradesh Government
PM Modi congratulates Yogi Adityanath for taking over as Chief Minister of Uttar Pradesh
New team will leave no stone unturned in making UP Uttam Pradesh. There will be record development: PM Modi
Our sole mission and motive is development. When UP develops, India develops: PM Modi

উত্তরপ্রদেশেনতুন সরকার গঠনের লক্ষ্যে শপথ গ্রহণ করায় শ্রী যোগী আদিত্যনাথ, শ্রী কেশবপ্রসাদমৌর্য এবং শ্রী দীনেশ শর্মাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদী। তিনি অভিনন্দিত করেছেন অন্যান্যদেরও যাঁরা এই সরকারের বিভিন্ন দপ্তরেরমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

নতুনসরকারের ওপর প্রভূত আস্থা ও বিশ্বাসের কথা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেছেন যেনতুন মন্ত্রিসভার শাসনাধীনে উত্তরপ্রদেশের বিকাশ ও উন্নয়ন এক বিশেষ রেকর্ড স্থাপনকরবে। উত্তরপ্রদেশের উন্নয়নের সঙ্গে সারা দেশের উন্নয়ন যুক্ত বলে মন্তব্য করেন তিনি।

 

 

একবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, যোগী আদিত্যনাথজি, কেশবপ্রসাদ মৌর্যজি, দীনেশশর্মাজি এবং অন্যান্য যাঁরা আজ শপথ গ্রহণ করলেন, তাঁদের সকলকেই আমার অভিনন্দন।উত্তরপ্রদেশের সেবা করে যাওয়ার জন্য আপনাদের প্রতি আমার শুভেচ্ছা রইল।

এইনতুন মন্ত্রিসভা যে উত্তরপ্রদেশকে উত্তমপ্রদেশ করে গড়ে তোলার লক্ষ্যে চেষ্টার কোনত্রুটি রাখবেন না, এই আস্থা ও বিশ্বাস আমার রয়েছে সন্দেহাতীতভাবেই। উন্নয়নের গতি এখনএক রেকর্ড সৃষ্টি করবে।

আমাদেরমূল মন্ত্র ও উদ্দেশ্যই হল বিকাশ তথা উন্নয়ন। উত্তরপ্রদেশের উন্নয়নের সঙ্গে যুক্তসমগ্র ভারতের উন্নয়নের স্বার্থ। উত্তরপ্রদেশের যুবসমাজের জন্য আমরা কাজ করে যেতেচাই, তাঁদের জন্য সুযোগ সৃষ্টির কাজে আমরা সচেষ্ট।

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Snacks, Laughter And More, PM Modi's Candid Moments With Indian Workers In Kuwait

Media Coverage

Snacks, Laughter And More, PM Modi's Candid Moments With Indian Workers In Kuwait
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Narendra Modi to attend Christmas Celebrations hosted by the Catholic Bishops' Conference of India
December 22, 2024
PM to interact with prominent leaders from the Christian community including Cardinals and Bishops
First such instance that a Prime Minister will attend such a programme at the Headquarters of the Catholic Church in India

Prime Minister Shri Narendra Modi will attend the Christmas Celebrations hosted by the Catholic Bishops' Conference of India (CBCI) at the CBCI Centre premises, New Delhi at 6:30 PM on 23rd December.

Prime Minister will interact with key leaders from the Christian community, including Cardinals, Bishops and prominent lay leaders of the Church.

This is the first time a Prime Minister will attend such a programme at the Headquarters of the Catholic Church in India.

Catholic Bishops' Conference of India (CBCI) was established in 1944 and is the body which works closest with all the Catholics across India.