PM Modi attends Dussehra celebrations in New Delhi
Festivals are a reflection of our social values: PM
Tradition of Ravan Dahan teaches us the values of our life time: PM Modi
Let us resolve that by 2022 we contribute as a citizen our level best for the welfare of the country: PM Modi

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি শনিবার দিল্লির লাল কেল্লার সংলগ্ন মাধব দাসপার্কে দশেরা উত্সবে যোগ দিলেন| 



তাঁর ভাষণে প্রধানমন্ত্রী ২০২২ সালে দেশ যখনস্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপন করবে, তার মধ্যে দেশের জন্য কোনো ইতিবাচক অবদান রাখার‘সংকল্প’ গ্রহণ করতে অনুপ্রাণিত করেন| 

প্রধানমন্ত্রী বলেন, “ভারতের পার্বণগুলো শুধুমাত্রকোনো উত্সব অনুষ্ঠান নয়, এগুলো সমাজকে শেখানোরও এক মাধ্যম| এই পার্বণগুলো আমাদেরকেসমাজের মূল্য সম্পর্কে সচেনত করে| আমাদেরকে এক সম্প্রদায় হিসেবে একসঙ্গে বসবাসকরার শিক্ষা প্রদান করে|”

প্রধানমন্ত্রী বলেন, উত্সব হচ্ছে আমাদের যৌথ শক্তির,সমাজ-সাংস্কৃতিক মূল্যবোধের এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের এক প্রতিফলন| এরপাশাপাশি এগুলো আমাদের কৃষি, নদী, পর্বত, প্রকৃতি ইত্যাদির সঙ্গেও সংযুক্ত রয়েছে|

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদেরপ্রতিমূর্তি জ্বালানোও দেখেন|

নয়া দিল্লির লাল কেল্লা সংলগ্ন মাধব দাস পার্কে দশেরা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ:

বিজয়া দশমীরপুণ্য লগ্নে অনেক অনেক শুভেচ্ছা|

উত্সব এক দিক দিয়ে আমাদের সামাজিক মূল্যবোধেরপ্রতিফলন এবং এক ধরনের সামাজিক শিক্ষার মাধ্যম|

প্রতিটি উত্সব আমাদের সমষ্টিগত শক্তি প্রদর্শনেরপ্রথাকে এগিয়ে নিয়ে যায়, আমাদের সামাজিক দায়িত্বের প্রতি সংবেদনশীল করে তোলে এবংসমাজের সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে অক্লান্তভাবে কাজ করে যাওয়াকে চালিত করে|

আমাদের উত্সবের সঙ্গে কৃষি ও ফসল কেটে ঘরে তোলা, নদীও পর্বত, আমাদের ইতিহাস ও আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যও যুক্ত রয়েছে|

হাজার হাজার বছর হয়ে গেলেও প্রভু রাম ও প্রভু কৃষ্ণেরগাঁথা আমাদের সামাজিক প্রতিবেশকে অনুপ্রাণিত করার এক উত্স| আমাদেরকে জাগরিত করারএক উত্স| নবরাত্রির মঙ্গলময় দিনগুলোর শেষে আজ বিজয়া দশমীর দিনে রাবণের প্রতিমূর্তিজ্বালানোর প্রথা রয়েছে আমাদের| এটাও আমাদের সেই মহান ঐতিহ্যের এক অংশ| কিন্তু একজনদায়িত্বশীল নাগরিক হিসেবে অপশক্তিকে প্রতিসংহার করা আমাদের অবশ্যপালনীয় কর্তব্যএবং এক্ষেত্রে সমাজকে সচেতনতা বৃদ্ধির গতি বজায় রাখতে হবে|

আমি বলতে চাই, এই উত্সব ও পার্বণগুলো শুধুমাত্রবিনোদনের জন্য নয়, এর পেছনে উদ্দেশ্য থাকতে হবে| এর মধ্য দিয়ে আমাদেরকে দেশের জন্যকোনো ইতিবাচক কিছু করার দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে| কেউ কল্পনা করতে পারবে যে,অযোধ্যা থেকে একবস্ত্রে বেরিয়ে যাওয়া প্রভু রাম সমস্ত পথ যেতে যেতে তাঁর দৃঢ়চরিত্র ও সংকল্পে এমন এক বিশাল যৌথশক্তির সংগঠন গড়ে তোলেন যে, শ্রীলংকা বিজয়ের সময়সমাজের প্রতিটি পর্যায়ের মানুষ উনার সঙ্গে যুক্ত হয়ে যান| তাতে নর যুক্ত হয়েছে,বানর যুক্ত হয়েছে, এমনকি যোগ দিয়েছে প্রকৃতিও| লোক সংগ্রহের কত বড় অদ্ভুত শক্তিহলে পরে প্রভু রামচন্দ্রজি এতো বড় শক্তিকে নিজের সাথে যুক্ত করতে পেরেছেন| এমনকিবিজয়ী হওয়ার পরও তিনি একইরকম বিনয়ী থাকেন এবং নিজেকে জনগণের কল্যাণে উত্সর্গীকৃতকরে দেন|

আজ বিজয়া দশমীর এই পার্বণে আসুন আমরাও সংকল্প করি যে,২০২২ সালে যখন ভারত স্বাধীনতার ৭৫ বর্ষ পালন করবে, সেই সময়ের মধ্যে আমরাও আমাদেরদেশের জন্য কোনো না কোনো ইতিবাচক অবদান রাখব| এক গর্বিত জাতির নাগরিক হিসেবেআমাদের ‘সংকল্প’ হতে হবে ‘সিদ্ধির’ জন্য, যাতে আমরা ২০২২ সালের মধ্যে আমাদের বিনীতও ইতিবাচক অবদান রাখতে পারি| আসুন আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের দেশ গঠনেআমরা স্থির সংকল্প করি| আর এভাবেই প্রভু রামজির দেখানো পথে আমাদেরকেও দেশের জন্যকোনো ইতিবাচক অবদান রাখতে দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে|

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা|

বিজয়া দশমীতে আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা|

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...

Prime Minister Shri Narendra Modi paid homage today to Mahatma Gandhi at his statue in the historic Promenade Gardens in Georgetown, Guyana. He recalled Bapu’s eternal values of peace and non-violence which continue to guide humanity. The statue was installed in commemoration of Gandhiji’s 100th birth anniversary in 1969.

Prime Minister also paid floral tribute at the Arya Samaj monument located close by. This monument was unveiled in 2011 in commemoration of 100 years of the Arya Samaj movement in Guyana.