মায়ানমার সফররত ভারতের প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদী বুধবার ইয়াঙ্গনে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের এক সমাবেশেভাষণদানকালে বলেন – “মিলিত ঐতিহ্য ও সভ্যতা, ঐতিহাসিক তথা ভৌগোলিক প্রেক্ষাপট এবংভারত ও মায়ানমারের সন্তান-সন্ততিদের আশা-আকাঙ্খা ও সাফল্যেরই আপনারা এখানেপ্রতিনিধিত্ব করছেন”। মায়ানমারের সমৃদ্ধ, আধ্যাত্মিক ঐতিহ্যের প্রসঙ্গওপ্রধানমন্ত্রী তুলে ধরেন তাঁর এদিনের বক্তব্যে।
শ্রী মোদী বলেন, ভারতের বাইরে ভারতীয় সম্প্রদায়েরযে সমস্ত মানুষ বাস করছেন, এক অর্থে তাঁরা কিন্তু সেখানে ভারতেরই ‘রাষ্ট্রদূত’।ভারতীয় যোগাভ্যাস যেভাবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে, তার মূল কৃতিত্ব কিন্তুপ্রবাসী ভারতীয়দের। কারণ, তাঁরাই যোগচর্চার ঐতিহ্যকে বহন করে নিয়ে গেছেন বিশ্বেরবিভিন্ন প্রান্তে।
প্রধানমন্ত্রী বলেন, “যখনই আপনাদের সঙ্গে আমিমিলিত হই, আমি অনুভব ও উপলব্ধি করি যে, বিভিন্ন দেশে বসবাসকারী ভারতীয় জনসাধারণেরসঙ্গে ভারত সরকারের যোগাযোগ কখনই একমুখী নয়। আমরা বর্তমানে শুধু দেশের সংস্কারপ্রচেষ্টার মধ্যেই আবদ্ধ নেই, বরং আমরা দেশের পরিবর্তন তথা রূপান্তর প্রক্রিয়ারসঙ্গে এখন যুক্ত রয়েছি”।
শ্রী মোদী বলেন, দারিদ্র্য, সন্ত্রাস,দুর্নীতি,সাম্প্রদায়কতা এবং বর্ণ ও জাতিগত ভেদাভেদ থেকে মুক্ত এক নতুন ভারতেরঅভ্যুদয় ঘটতে চলেছে।
ভারত সরকার যে দেশে পরিকাঠামো প্রসারের বিষয়টিকেবিশেষভাবে গুরুত্ব দিয়ে চলেছেন, সেকথারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,বর্তমানে ভালো পরিকাঠামোর অর্থ শুধুমাত্র সড়ক বা রেলপথ নির্মাণই নয়। এর মধ্যেরয়েছে আরও বহু বিষয়, যা সমাজে গুণগত এক পরিবর্তন সম্ভব করে তুলতে পারে। প্রয়োজনেকঠিন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও যে তাঁর সরকার দ্বিধাগ্রস্ত নয়, একথাও তিনি উচ্চারণকরেন সমাবেশে ভাষণদানকালে।
শ্রী মোদী বলেন, পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটিদেশে এক নতুন সংস্কৃতি গড়ে তুলতে চলেছে। ভারতে রূপান্তর যে সম্ভব, এই আস্থা ওবিশ্বাস পূর্ণ মাত্রায় রয়েছে ভারতীয় জনসাধারণের মধ্যে। জনসাধারণ একথাও উপলব্ধিকরেছেন যে, দেশের সমগ্র ব্যবস্থার মধ্যে যে সমস্ত গলদ রয়ে গেছে, তা থেকে বেরিয়েআসা পরিবর্তিত পরিস্থিতিতে কঠিন হবে না।
দু’দেশের জনসাধারণের মধ্যে পারস্পরিক সংযোগ ওযোগাযোগ যে ভারত-মায়ানমার সম্পর্কে শক্তি বৃদ্ধি করে চলেছে একথাও উল্লেখ করেনপ্রধানমন্ত্রী তাঁর এদিনের বক্তব্যে।
ইয়াঙ্গন অঞ্চলের মুখ্যমন্ত্রী মিঃ ফিও মিন ফিন-ওউপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয়দের এই সমাবেশে।
I am very happy to be with you all today, in this city of history and spirituality: PM @narendramodi at the community programme in Yangon
— PMO India (@PMOIndia) September 6, 2017
When I am travelling, I make it a point to interact with the Indian diaspora: PM @narendramodi https://t.co/omQh4rnB4a
— PMO India (@PMOIndia) September 6, 2017
The Indian diaspora has contributed to the development of wherever they have settled. They also kept in touch with their roots: PM
— PMO India (@PMOIndia) September 6, 2017
Global recognition of Yoga is the achievement of the diaspora, which took Yoga all over the world: PM @narendramodi https://t.co/omQh4rnB4a
— PMO India (@PMOIndia) September 6, 2017
Before coming here, I had requested you to give me your inputs through the Narendra Modi Mobile App & I got many insightful suggestions: PM
— PMO India (@PMOIndia) September 6, 2017
Based on the feedback of the diaspora we have undertaken numerous measures for the diaspora: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 6, 2017
EAM @SushmaSwaraj is very active. She is sensitive to the concerns of every Indian in any part of the world and is always ready to help: PM
— PMO India (@PMOIndia) September 6, 2017
We are not merely reforming India but are transforming India. A new India is being built: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 6, 2017
An India free from poverty, terrorism, corruption, communalism, casteism is being created: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 6, 2017
Good infrastructure is not longer about roads & rail only...it includes several other aspects that bring a qualitative change in society: PM
— PMO India (@PMOIndia) September 6, 2017
Infraculture is important. By infraculture I mean quality infrastructure that benefits our farmers: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 6, 2017
We have not shied away from taking decisions that are tough. For us, the nation is bigger than politics: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 6, 2017
GST is ushering in a new culture across the nation: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 6, 2017
People of India have the confidence that India can be transformed and we can break free from some of the evils that entered our systems: PM
— PMO India (@PMOIndia) September 6, 2017
India is seen as a thought leader on the global stage: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 6, 2017
People to people ties are the strength of India-Myanmar relations: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 6, 2017