We cannot achieve a Clean India, unless 1.25 billion people come together: PM Modi
We keep fighting over building statues for great leaders but we don't fight over cleanliness in India. Let us change that: PM
Criticise me, but don't politicise issue of cleanliness, says PM Narendra Modi
A positive spirit of competition has been created due to Swachh Bharat Mission, says PM Modi

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি সোমবার স্বচ্ছ ভারত দিবস উদযাপনের অনুষ্ঠানেভাষণ দিলেন| এটি ছিল স্বচ্ছ ভারত মিশনের সূচনার তৃতীয় বর্ষপূর্তি এবং “স্বচ্ছতা হিসেবা” পক্ষকালের সমাপ্তি|

 

তিনি বলেন, দুসরাঅক্টোবর হচ্ছে মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর জন্মজয়ন্তী; এবং একই সঙ্গেআমরা স্বচ্ছ ভারতের লক্ষ্যে কতটুকু এগিয়ে যেতে পেরেছি তাও উপলব্ধি করার দিন| 

তিন বছর আগেঅনেক সমালোচনার মধ্য দিয়েই যে স্বচ্ছ ভারত অভিযানের সূচনা হয়েছে, তিনি তার উল্লেখকরেন| প্রধানমন্ত্রী বলেন, যে পথ মহাত্মা গান্ধী দেখিয়ে গিয়েছেন, তা কখনই ভুল হতেপারে না বলে তিনি বিশ্বাস করেন| তিনি বলেন, যদি এক্ষেত্রে কোনো প্রতিকুলতাও থেকেথাকে, তাহলে এর অর্থ এই নয় যে, তা থেকে দূরে সরে যেতে হবে|

 

 

প্রধানমন্ত্রীবলেন, মানুষ এখন একবাক্যে পরিচ্ছন্নতার প্রতি তাঁদের আকাঙ্খার প্রকাশ করেন| তিনিউল্লেখ করেন যে, স্বচ্ছতা কখনই নেতা বা সরকারের প্রচেষ্টায় অর্জন করা সম্ভব নয়|বরং তা অর্জন করা সম্ভব হবে শুধুমাত্র সমাজের প্রচেষ্টার মাধ্যমেই| প্রধানমন্ত্রী ‘জন-ভাগিদারি’অর্থাত জনগণের এই অংশগ্রহণকে প্রশংসা করতে হবে বলে উল্লেখ করে বলেন, আজ স্বচ্ছতাঅভিযান এক সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে| আজ পর্যন্ত যতটুকু সাফল্য এসেছে, তাভারতের ‘স্বচ্ছাগ্রহী’ মানুষেরই অর্জন| 

 

 

প্রধানমন্ত্রীবলেন, যদি ‘সত্যাগ্রহীদের’ জন্য যদি স্বরাজ অর্জিত হয়ে থাকে, তাহলে শ্রেষ্ঠভারত অর্জিত হবে ‘স্বচ্ছাগ্রহীদের’ জন্য| 

শহরগুলোরস্বচ্ছতার রেংকিং-এর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তা এক ইতিবাচকপ্রতিযোগিতামূলক পরিবেশের জন্ম দিয়েছে| তিনি বলেন, স্বচ্ছতার জন্য ধারণার বিপ্লবেরপ্রয়োজন, আর এই প্রতিযোগিতা স্বচ্ছতার ভাবনা নিয়ে ধারণার মঞ্চ প্রদান করেছে|

 

 

“স্বচ্ছতা হিসেবা” পক্ষকালে যারা অবদান রেখেছেন, প্রধানমন্ত্রী তাঁদেরকে অভিনন্দন জানিয়ে বলেন,আরও অনেক কিছু করতে হবে| 

প্রধানমন্ত্রীস্বচ্ছতা নিয়ে জাতীয় পর্যায়ের প্রবন্ধ, চিত্রকলা ও চলচ্চিত্র প্রতিযোগিতায়বিজয়ীদের পুরস্কৃত করেন এবং ডিজিট্যাল ডিসপ্লে গ্যালারি পরিদর্শন করেন|

Click here to read the full text speech

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
'India Delivers': UN Climate Chief Simon Stiell Hails India As A 'Solar Superpower'

Media Coverage

'India Delivers': UN Climate Chief Simon Stiell Hails India As A 'Solar Superpower'
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 16 ফেব্রুয়ারি 2025
February 16, 2025

Appreciation for PM Modi’s Steps for Transformative Governance and Administrative Simplification