প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১২তম জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদান করার জন্য জাপানের হামবুর্গে এসে পৌঁছালেন। প্রধানমন্ত্রী মোদী সেখানে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। শীর্ষ সম্মেলনের পাশাপাশি এক পৃথক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী।
PM @narendramodi reaches Hamburg for the G20 Summit. Key multilateral and bilateral engagements will take place through the Summit. pic.twitter.com/2L5NYuV5lR
— PMO India (@PMOIndia) July 6, 2017