QuoteI am glad that Indo-Nepal cooperation is being expanded to a greater extent: PM Modi
QuoteThe launch of this pipeline as a first in South Asia is very satisfying and reaffirms our commitment to expand our relations with our neighbours even more: PM Modi
QuoteAs Mr Oli has said, the consumers on both sides are set to benefit from the reduction in costs once this pipeline becomes operational: PM Modi

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী শ্রী কে পি শর্মা ওলি যৌথভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের মোতিহারি থেকে নেপালের আমলেখগঞ্জ পর্যন্ত পেট্রোপণ্য সরবরাহকারী পাইপ লাইনের উদ্বোধন করেছেন।

|

দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রথম পেট্রোপণ্য সরবরাহকারী এ ধরনের পাইপ লাইনের উদ্বোধন করলেন।

|

নেপালের প্রধানমন্ত্রী শ্রী ওলি নির্ধারিত সময়ের আগেই গুরুত্বপূর্ণ পাইপ লাইনের কাজ সম্পূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, ৬৯ কিলোমিটার দীর্ঘ মোতিহারির আমলেখগঞ্জ পাইপ লাইনের মাধ্যমে নেপালের মানুষের কাছে সুলভমূল্যে পরিশ্রুত পেট্রো-সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হবে। এই পাইপ লাইনের বার্ষিক পেট্রোপন্য সরবরাহের ক্ষমতা ২০ লক্ষ মেট্রিক টন। প্রধানমন্ত্রী ওলি নেপালে পেট্রো-পণ্যের দাম লিটার প্রতি ২ টাকা কমানোর যে কথা ঘোষণা করেছেন, শ্রী মোদী তাঁকে স্বাগত জানান।

উচ্চ রাজনৈতিক পর্যায়ে নিয়মিত আলাপ-আলোচনার প্রসঙ্গে উল্লেখ করে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, এর ফলে দুই দেশের মধ্যে অংশীদারিত্বের সম্পর্কের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে আরও গভীর ও সম্প্রসারিত হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী শ্রী ওলি নেপাল সফরের জন্য প্রধানমন্ত্রী শ্রী মোদীকে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন।

 

 

 

 

 

 

 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Apple India produces $22 billion of iPhones in a shift from China

Media Coverage

Apple India produces $22 billion of iPhones in a shift from China
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles the loss of lives in a factory mishap in Anakapalli district of Andhra Pradesh
April 13, 2025
QuotePM announces ex-gratia from PMNRF

Prime Minister Shri Narendra Modi today condoled the loss of lives in a factory mishap in Anakapalli district of Andhra Pradesh. He announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased and Rs. 50,000 to the injured.

The Prime Minister’s Office handle in post on X said:

“Deeply saddened by the loss of lives in a factory mishap in Anakapalli district of Andhra Pradesh. Condolences to those who have lost their loved ones. May the injured recover soon. The local administration is assisting those affected.

An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000: PM @narendramodi”

"ఆంధ్రప్రదేశ్ లోని అనకాపల్లి జిల్లా ఫ్యాక్టరీ ప్రమాదంలో జరిగిన ప్రాణనష్టం అత్యంత బాధాకరం. ఈ ప్రమాదంలో తమ ఆత్మీయులను కోల్పోయిన వారికి ప్రగాఢ సానుభూతి తెలియజేస్తున్నాను. క్షతగాత్రులు త్వరగా కోలుకోవాలని ప్రార్థిస్తున్నాను. స్థానిక యంత్రాంగం బాధితులకు సహకారం అందజేస్తోంది. ఈ ప్రమాదంలో మరణించిన వారి కుటుంబాలకు పి.ఎం.ఎన్.ఆర్.ఎఫ్. నుంచి రూ. 2 లక్షలు ఎక్స్ గ్రేషియా, గాయపడిన వారికి రూ. 50,000 అందజేయడం జరుగుతుంది : PM@narendramodi"