PM Modi inagurates Government projects at Silvassa, distributes assistive Devices to Divyangjans
Every Indian must have access to housing facilities, says PM Modi
In less than a year, the number of beneficiaries under the Ujjwala scheme for LPG has crossed 2 crore: PM
PM Modi urges people to download the BHIM App for cashless transactions

দাদরাও নগর হাভেলির সিলভাসায় আজ কয়েকটি সরকারি প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রকল্পগুলির মধ্যে ছিল সরকারি ভবন, সৌরবিদ্যুতের পিভিব্যবস্থা, জন-ঔষধি কেন্দ্র এবং একটি পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধন।

প্রধানমন্ত্রীআজ দিব্যাঙ্গজনদের মধ্যে সহায়ক সাজসরঞ্জামও বিতরণ করেন। সরকারি কর্মসূচির আওতায়অন্যান্য সুযোগও তিনি আজ পৌঁছে দেন দিব্যাঙ্গ ব্যক্তিদের কাছে।

সিলভাসায়প্রদত্ত ভাষণে শ্রী মোদী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে এটাই তাঁর প্রথম দাদরা ও নগরহাভেলি সফর। কিন্তু অতীতে তিনি এখানে এসেছেন অসংখ্যবার। তিনি আরও বলেন যেপ্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর পরই দাদরা ও নগর হাভেলির উন্নয়ন কর্মসূচিগুলিরসুফল সম্পর্কে অবহিত হওয়ার জন্য বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছিলেন। পরবর্তীকালেকেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া হয় দাদরা ও নগর হাভেলিরউন্নয়নে।

 

উন্নয়নকর্মসূচি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক ভারতীয়রই বাসস্থানের সুযোগ থাকাপ্রয়োজন। মাত্র এক বছরেরও কম সময়ের মধ্যে ‘উজ্জ্বলা’ কর্মসূচির আওতায় এলপিজি-রসংযোগ পৌঁছে গেছে ২ কোটিরও বেশি পরিবারের কাছে।

তিনিবিশেষ জোর দিয়ে বলেন যে দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সর্বস্বান্ত হোক এধরনের পরিস্থিতি কখনই বরদাস্ত করবে না কেন্দ্রীয় সরকার। নগদহীন লেনদেনের জন্য‘ভিম’ অ্যাপ ডাউনলোড করার আবেদন জানান প্রধানমন্ত্রী সমবেত জনতার উদ্দেশে ।

 

Click here to read full text speech

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
When PM Modi Fulfilled A Special Request From 101-Year-Old IFS Officer’s Kin In Kuwait

Media Coverage

When PM Modi Fulfilled A Special Request From 101-Year-Old IFS Officer’s Kin In Kuwait
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 ডিসেম্বর 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi