প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) দ্বিতীয় পর্যায়ের আওতায় উত্তর প্রদেশের ১০০ শতাংশ গ্রাম ওডিএফ (প্রকাশ্যে মলত্যাগ মুক্ত) প্লাস মর্যাদা পাওয়ায় প্রশংসা করেছেন।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ-এর এক্স মাধ্যমে করা একটি পোস্টের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন;
“অনেক অনেক অভিনন্দন! বাপু’র জন্মবার্ষিকীর ঠিক আগেই উত্তর প্রদেশের এই অভূতপূর্ব সাফল্য গোটা দেশকে অনুপ্রাণিত করবে। স্বচ্ছতার ক্ষেত্রে আমাদের নিরন্তর প্রয়াস নারীশক্তি সম্মানের পাশাপাশি আমাদের পরিবারের সকল সদস্যের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
बहुत-बहुत बधाई! बापू की जयंती से ठीक पहले उत्तर प्रदेश की यह अभूतपूर्व उपलब्धि पूरे देश को प्रेरित करने वाली है। स्वच्छता के क्षेत्र में हमारा निरंतर प्रयास नारी शक्ति के सम्मान के साथ ही हमारे सभी परिवारजनों के स्वास्थ्य के लिए बेहद महत्वपूर्ण है। https://t.co/ufWY9LSVXO
— Narendra Modi (@narendramodi) September 29, 2023